পল্টনে পুলিশের রেকারের ধাক্কায় ক্যামব্রিয়ান স্কুলছাত্রের মৃত্যু

২৯ জুলাই ২০২২, ১২:১২ AM

© সংগৃহীত

রাজধানীর পল্টন থানাধীন বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে পুলিশের রেকার গাড়ির চাপায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মাহতাব আহমেদ তাসিন (১৭)। তিনি কেরানীগঞ্জ শাখার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়ত। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে।

ঘটনার পর মুমূর্ষ অবস্থায় পথচারীরা ওই ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ১০ টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী নুর হোসেন জানান, রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন গেটের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই শিক্ষার্থী। এ সময় রেকারের চাপায় গুরুতর আহত হয় সে। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে তাসিনের আত্মীয়-স্বজন ঢামেকে আসেন। কথা হলে তাসিনের মা কাকলী আক্তার জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মনদগাও গ্রামে। বর্তমানে ওয়ারি স্ট্রিট বলদা গার্ডেনের সামনে একটি বাসায় ভাড়া থাকেন তারা। তাসিন কেরানীগঞ্জ শাখার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়ত। দু’ভাই এক বোনের মধ্যে তাসিন ছিল ২য়।

তিনি আরও বলেন, তাসিন বিকেলে বাসা থেকে বের হয়। তার কোনো এক বন্ধুর মোটরসাইকেল চালানোর সময় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে এসে আমার সন্তানের মরদেহ দেখতে পাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন মীয়া বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলের একজন আরোহী মারা যাওয়ার সংবাদ পুলিশ জানতে পেরেছে। তবে পুলিশের রেকারের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে কিনা এখনও সেটা জানা যায়নি।

নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যা এনসিপির
  • ০২ জানুয়ারি ২০২৬
উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের সম্পদ ১ কোটিরও বেশি
  • ০২ জানুয়ারি ২০২৬
বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!