বুয়েট-ঢাবি-মেডিকেলে চান্স পেলেন একই কলেজের ৮৬ জন

০৫ জুলাই ২০২২, ০৯:৪৬ AM
কলেজের অধ্যক্ষের সাথে বুয়েটে চান্সপ্রাপ্তদের একাংশ

কলেজের অধ্যক্ষের সাথে বুয়েটে চান্সপ্রাপ্তদের একাংশ © সংগৃহীত

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৮৬ শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সরকারি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন। এই কলেজ থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৬৬ জন।

জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন ১৬ জন। ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছেন ৩১ জন। এছাড়া সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৩৯ জন।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক। তিনি বলেন, আমাদের কলেজের শিক্ষার্থীরা বরাবরই বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখছেন। শিক্ষার্থীদের এই অর্জনে আমরা গর্বিত।

আরও পড়ুন: শুধু বুয়েট-ঢাবি নয়, আরও তিন প্রতিষ্ঠানে চান্স পেয়েছেন ফাইয়াজ

বুয়েটে চান্সপ্রাপ্তরা হলো-  
রিদম, সঞ্জয়, ইমন, রোমান, আবু সায়েম, সজীব, তাহমিদ তনয়, মাহমুদুল, মাহবুব, আজম, নবদ্বীপ, সিয়াম মাহিম, সুদীপ্ত কেলভিন, লাবিব, জাকিয়া সুলতানা জীম এবং সাফিন।

মেডিকেলে চান্সপ্রাপ্তরা হলো-
শাহরিয়ার রাসেল, নুসরাত জাহান, উম্মে সাদিয়া, সাদিয়া পুস্পিতা, বিসমে জান্নাত হিয়া, জাহিদা হক, রাজিউর রহমান রাজু, সৈরভ বিশ্বাস, জিনাত রেহেনা ইমু, ওসওয়াতুন হাসানা, রুমাইয়া বিনতে রফিক, মায়িশা জান্নাত শাম্মিত, দিলরুবা আখতার, আদুরি ফারজানা তাসনিম, আফিয়া হুমায়রা, আতিকা ইয়াসমিন অগ্নি, সর্ণা রায়, সাব্বির, মাহিয়া আফরোজ , ফারহানা ইসলাম স্মৃতি, মিনহাজুল ইসলাম, মেনহাজ তাবাসসুম সিথি, সাদিয়া আক্তার শিমলা, আরাফাত আফ্রিদি রোমান, মাহমুদুল হাসান মাহিন, মাহবুব, হামজা, রিশাত, নাবিল, রংগন, মাহিন, ইমরুল কায়েস ইমন, জিম, সঙ্গী, সাবরিনা সর্ণা, শাফকাত ই শিহাব তানিম,  আফিফা আফজাল ইজমা, নাহিদ হাসান রিদম।

ঢাবির ‘ক’ ইউনিটে চান্সপ্রাপ্তদের নামের তালিকা এখনো কলেজ কর্তৃপক্ষ সংগ্রহ করতে পারেনি।

সাবজেক্ট র‍্যাংকিংস ২০২৬-এ বাংলাদেশে শীর্ষে এনএসইউ
  • ২২ জানুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্…
  • ২২ জানুয়ারি ২০২৬
এক্সপ্রেসওয়েতে শিক্ষার্থীদের টোল লাগবে না: ডাকসু
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
  • ২২ জানুয়ারি ২০২৬
কিশোরগঞ্জে জনসভায় আসার পথে অসুস্থ হয়েছেন ফজলুর রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
এনএসইউতে অভিবাসী রিপোর্টিং বিষয়ে সিএমএস ও আইএলও’র গণমাধ্যম …
  • ২২ জানুয়ারি ২০২৬