কুমিল্লা সিটিতে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে সাক্কু

মনিরুল হক সাক্কু ও আরফানুল হক রিফাত
মনিরুল হক সাক্কু ও আরফানুল হক রিফাত  © ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও গত দুইবারের মেয়র বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে।

এ পর্যন্ত ৫২ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) ২৫৩২৯ ভোট পেয়েছেন। টানা দুইবারের সদ্য সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি) পেয়েছেন ২৬০৫৬ ভোট। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া নিয়ে পেয়েছেন ১৩,৩৩৭ ভোট।

এর আগে বুধবার সকাল ৮টা শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হয়েছে ইভিএমে। নির্বাচনে মোট কেন্দ্র ১০৫টি।

আরও পড়ুন: ভোটকেন্দ্রে টাকা দেওয়ার অভিযোগ কুবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে 

প্রসঙ্গত, ২০১২ সালে সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে সাক্কু জেতেন ৩৫ হাজার ভোটে। হারান আওয়ামী লীগের প্রবীণ নেতা আফজল খানকে।

২০১৭ সালের নির্বাচনে সাক্কু হারান আফজল কন্যা আঞ্জুম সুলতানা সীমাকে। জয়ের ব্যবধান কমে আসে ১১ হাজারে।

এবার বিএনপি ভোজ বর্জন করায় সাক্কু লড়েন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। দলীয় সিদ্ধান্ত না মানায় তাকে হারাতে হয় দলীয় পদও।


সর্বশেষ সংবাদ