শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না মাহবুবার

নিহত মাহবুবা সুলতানার লাশ
নিহত মাহবুবা সুলতানার লাশ  © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে ফেরার পথে এক ​কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ​শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জের পানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম মাহবুবা সুলতানা। সে স্থানীয় দেহলা গ্রামের ফিরোজ আলমের স্ত্রী। আহতরা হলেন শাকিল ও মাহবুবুল আলম উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

আরও পড়ুন: শনিবারও সারাদেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

স্থানীয় সূত্রে জানা গেছে, রামগঞ্জ থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি মিনি কাভার্ডভ্যান ঘটনাস্থলে এসে সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ৩ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবা সুলতানাকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, সিএনজি ও কাভার্ডভ্যানটি জব্ধ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence