দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

২২ এপ্রিল ২০২২, ০৪:২১ PM
 বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ © ফাইল ছবি

দেশের ৩০টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে মাধ্যমিক পর্যায়ে দেশ সেরা হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকের ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমের ভিত্তিতে দেশের ২৯টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে এই প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৯ সালেও দেশসেরার খেতাব অর্জন করেছিল তারা।

সম্প্রতি এসব তথ্য জানিয়েছেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মো. হাবিবুর রহমান।

জানা গেছে, ২০২০ সালের ক্যান্টনমেন্ট ভিত্তিক স্কুল ও কলেজের ফলাফলের ভিত্তিতে একাডেমিক ও সার্বিক দুই ক্যাটাগরিতে এই তালিকা তৈরি করা হয়েছে। একাডেমিক ক্যাটাগরিতে ৮০ এর মধ্যে ৭৯ দশমিক ১২০ নম্বর এবং সার্বিকে ১০০ এর মধ্যে ৯৫ দশমিক ২৬০ পেয়ে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রথম স্থান অর্জন করে।

আরও পড়ুন: ক্লাসে শাসন করায় শিক্ষককে পেটাল ছাত্র

এদিকে সার্বিক দিক দিয়ে ১০০ নম্বরের মধ্যে ৯৩ দশমিক ১৫০ পেয়ে দ্বিতীয় হয়েছে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ৯১ দশমিক ৬৪০ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে।

এদিকে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দেশের ক্যান্টনমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় প্রতিষ্ঠানের প্রধান পৃষ্টপোষক, পরিচালক পর্ষদের সভাপতি ও সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানানো হয়েছে।

‘যমুনা’ নামে আসছে নতুন বিশ্ববিদ্যালয়
  • ২২ জানুয়ারি ২০২৬
পে স্কেলের সুপারিশে সরকারি কর্মচারীদের মূল দাবির প্রতিফলন হ…
  • ২২ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতা প্রার্থিতা হারানোর পর হাসনাতের প্রতিদ্বন্দ্বী থ…
  • ২২ জানুয়ারি ২০২৬
সন্তানদের শিক্ষা ভাতা ১৫০০ টাকা বৃদ্ধির সুপারিশ পে-কমিশনের,…
  • ২২ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হ…
  • ২২ জানুয়ারি ২০২৬