পুষ্পা সিনেমার আলোচিত রক্তচন্দনের দেখা মিললো বাংলাদেশে

রক্তচন্দন গাছ
রক্তচন্দন গাছ   © সংগৃহীত

সম্প্রতি রক্ত চন্দন নিয়ে ব্যাপক তোলপাড় ‘পুষ্পা দ্যা রাইজ’ নামের তেলেগু সিনেমায়। এরপর থেকে বাংলাদেশেও আগ্রহ বেড়েছে এ গাছ নিয়ে। বাংলাদেশেও পাওয়া গেছে ‘পুষ্পা’ সিনেমার আলোচিত লাল চন্দন গাছের সন্ধান।

টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানে রয়েছে দেশের একমাত্র রক্তচন্দন বা লাল চন্দন গাছ। যা দেখতে আসছেন দূর-দূরান্তের মানুষ।

অতি মূল্যবান রক্ত চন্দ গাছের চাহিদা বিশ্বজুড়ে। ওষুধ, প্রসাধনী আর দামি আসবাবপত্র নির্মাণে ব্যবহৃত হয় দুর্লভ চন্দন কাঠ। আর তাই এই চন্দন কাঠ নিয়েই নির্মিত হয়েছে জনপ্রিয় ভারতীয় সিনেমা 'পুষ্পা দ্যা রাইজ'।

আরও পড়ুন: দোকানদারি করে সংসার চলে বিসিএসে ১৭তম শাহিনের

সিনেমার পর এই রক্তচন্দন নিয়ে আলোচনা বাংলাদেশেও। সম্প্রতি টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানে খোঁজ মিলেছে একটি রক্ত চন্দন গাছের। যদিও বা গাছটির বয়স নাকি ৪০ বছর।

বন বিভাগের সংরক্ষিত এলাকায় বিরল প্রজাতির গাছটি দেখতে দিন দিন বাড়ছে উৎসুক জনতার ভিড়।

আন্তর্জাতিক বাজারে অতিমূল্যবান হলেও দেশে দুর্লভ এই গাছটির বাণিজ্যিক মূল্য এখনো নির্ধারণ সম্ভব হয়নি। দেশে শ্বেত চন্দন রোপণ করে কিছুটা সাফল্য এলেও রক্ত চন্দনে ফলাফল শূন্য। তবে, মধুপুরের এই গাছটি সংরক্ষণ ও বীজ উৎপাদন প্রক্রিয়ার চেষ্টা করছে বন বিভাগ।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান বলেন, রক্ত চন্দন আমাদের দেশের একটি বিরল প্রজাতির গাছ। এটা রক্ষায় আমরা সবাই কাজ চালিয়ে যাব। এই গাছ বংশ বৃদ্ধির জন্য আমরা চারা তৈরির কাজ করছি। আইন অনুযায়ী বিরল প্রজাতির এই রক্ত চন্দন গাছ আমদানি করা নিষিদ্ধ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence