প্রতিমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ © সংগৃহীত
চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির অঙ্গিকার ৩৫ উপেক্ষা করে সংসদে অসংলগ্ন ও অযৌক্তিক বক্তব্যের প্রতিবাদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পদত্যাগের দাবি জানিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ।
শনিবার (৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে ২০ মে পর্যন্ত প্রতিমন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির যৌক্তিক দাবি মেনে না নিয়ে উল্টো সংসদে দাঁড়িয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন। তিনি বেকার সমাজের সঙ্গে প্রহসন করেছেন।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের সীমাবদ্ধতা থাকা উচিত নয়: শিক্ষামন্ত্রী
সমাবেশে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি আন্দোলনের মুখপাত্র মো. ইমতিয়াজ হোসেন বলেন, ‘আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করে আগামী ২০মে-এর মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামী ১ জুন সারা দেশের সবকটি জেলায় বিক্ষোভ সমাবেশ করব।’
সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক এম এ আলী, মো. আল কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য হাবিবে মিল্লাতের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না। বয়সসীমা বাড়ালে নিয়োগ পরীক্ষা বেশি প্রতিযোগিতামূলক ও ৩০-এর কম বয়সীদের মধ্যে হতাশা সৃষ্টি হতে পারে বলে এ সিদ্ধান্ত নিচ্ছে না সরকার।’