স্কুল মাঠে অশ্লীল নৃত্য, সভাপতি ও প্রধান শিক্ষককে শোকজ

৩১ মার্চ ২০২২, ১২:১৪ AM
অশ্লীল নাচ

অশ্লীল নাচ © সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলার একটি স্কুলে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অশ্লীল নাচের অভিযোগে স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (৩০ মার্চ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এক চিঠির মাধ্যমে তাদের শোকজ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ওই স্কুলের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অশ্লীল পোশাক পরে এক নারী অশ্লীল নৃত্য পরিবেশন করেন। উপস্থিত যুবকরা নাচের সময় টাকা ছিটান। এতে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিরুপ প্রভাব পড়েছে।

অনুষ্ঠানের আয়োজক প্রভাত কাকুলি সমিতির সভাপতি ইউনুছ বলেন, অনুষ্ঠানের আয়োজন তারা করলেও এই ধরনের নৃত্যের বিষয়ে তারা কিছুই জানেন না।

জানতে চাইলে বিনগ্রাম স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, আমরা ছাত্রছাত্রীদের নিয়ে খেলাধুলার অনুষ্ঠান শেষে বাড়ি চলে এসেছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, স্কুকে অশ্লীল নাচের ঘটনায় প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সভাপতিকে শোকজ করা হয়েছে। তাদের জবাব পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

অফিসার নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, আবেদন শেষ ২১ জানু…
  • ১৫ জানুয়ারি ২০২৬
'জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট: জনসচেতনতা তৈরিতে যুব ও ক্রীড়া…
  • ১৫ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের সংবাদ সম্মেলন রাত ৮ টায়
  • ১৫ জানুয়ারি ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত স…
  • ১৫ জানুয়ারি ২০২৬
চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ১৫ জানুয়ারি ২০২৬
সাত কলেজের অবরোধে আটকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, শিক্ষার্থী…
  • ১৫ জানুয়ারি ২০২৬