বঙ্গবন্ধুর ম্যুরালে ওয়াজের পোস্টার, মাদ্রাসা শিক্ষক আটক

১৮ মার্চ ২০২২, ০৬:৩৮ PM
বঙ্গবন্ধুর ম্যুরালে ওয়াজের পোস্টার

বঙ্গবন্ধুর ম্যুরালে ওয়াজের পোস্টার © সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির অবমাননার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ওপর ওয়াজ মাহফিলের পোস্টার সাঁটিয়েছে চর মোনাইয়ের ভক্তরা। পোস্টার সাঁটানোর ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন যুব আন্দোলনের তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তাড়াশ কওমি মাদ্রাসার শিক্ষক। তিনি পৌর এলাকার আমির হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে তাড়াশ উপজেলা পৌর সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটলেও পরদিন বৃহস্পতিবার স্থানীয়দের চোখে পড়ে। বিষয়টি নজরে এলে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে একজন আটক করে।

আরও পড়ুন: গুচ্ছে থাকার পক্ষে ১৯ ভিসি, সময় চেয়েছেন একজন

ওসি ফজলে আশিক জানান, বুধবার রাতে বঙ্গবন্ধুর ম্যুরালের মুখে একটি ওয়াজ মাহফিলের পোস্টার লাগানো হয়। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে তাড়াশ ফাজিল মাদ্রাসা মাঠে যুব আন্দোলনের উদ্যোগে ওই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে পোস্টারে উল্লেখ রয়েছে। রেজাউল করিমকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী মো. আরশেদুল ইসলাম জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ওপর ওয়াজ মাহফিলের পোস্টার সাঁটানোর ঘটনা শুনেছি। যেহেতু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডারের দায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন। তাই বিষয়টি তাকে জানানো হয়েছে।

ওয়াজ মাহফিলের আয়োজকদের অন্যতম মাওলানা আবুল কাশেম বলেন, মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলের পোস্টার লাগিয়েছে। তবে তারাও এ ধরনের কাজ করবে না। অনেকে বাড়িতে লাগানোর জন্য পোস্টার চেয়ে নেয়। হতে পারে তাদের মধ্যেই কেউ ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতির মুখে ওই পোস্টার লাগিয়েছে।

ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন ছুটি …
  • ২৬ জানুয়ারি ২০২৬
সর্বমিত্র চাকমাকে শোকজ করল ঢাবি প্রশাসন
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬