শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা দিতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  © ফাইল ছবি

শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষার তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্মিত চারতলা ভবন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাদের কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে। তারা যেন যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে।

আরও পড়ুন: স্বপ্নের ঢাবি এখন দুঃস্বপ্ন

তার সরকারের সময়ে দেশের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছি। নিজেরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিদেশে রফতানি করছি। আর এ সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, বিদ্যালয় প্রতিষ্ঠাতা জমশেদ আলীর ছেলে মোহসীন আলী, মেয়ে সঙ্গীত শিল্পী সুজানা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার।


সর্বশেষ সংবাদ