শিক্ষাজীবন দীর্ঘায়িত হওয়ায় হতাশায় শিক্ষার্থীরা

মানববন্ধনে ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা
মানববন্ধনে ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা  © ফাইল ছবি

করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ রাখায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হচ্ছে। এই অবস্থায় শিক্ষার্থীরা হতাশাগ্রস্থ হয়ে পড়ছেন বলে মন্তব্য করেছে ময়মনসিং জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহ নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আয়োজিত মানবন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় অবিলম্বে স্কুল-কলেজ খুলে দেয়ার দাবি জানানো হয়।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ থাকবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক অজিত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল হাসানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম কর, আনন্দমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সদস্য সজীব আহমেদ এবং রাকিবুল হাসান রোমান।

মানবন্ধনে বক্তারা বলেন, করোনার অজুহাতে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা অযৌক্তিক। কারণ আমরা দেখছি হাট বাজার, অফিস আদালত সব কিছু স্বাভাবিক ভাবেই চলছে। প্রথম দফায় দীর্ঘ ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষা ব্যবস্থার অপরিমেয় ক্ষতি হয়েছে। লাখ লাখ শিক্ষার্থী ঝরে পড়েছে। বেশিরভাগ নারী শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় গরীব মানুষ। শিক্ষা জীবন দীর্ঘায়িত হওয়ায় ছাত্রদের মধ্যে হতাশা নেমে এসেছে। ফলে এ সময়ে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বেড়েছে।

আরও পড়ুন: রিয়াজের শ্বশুরের ফেসবুক লাইভে আত্মহত্যা নিয়ে যা বলছে পুলিশ

তারা আরও বলেন, শিক্ষা ব্যবস্থার এমন ভয়াবহ পরিস্থিতিতে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় আগামীতে আরও ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার কোনো বিকল্প নেই।


সর্বশেষ সংবাদ