আমি ধূমপান করি না, বিয়ারের বোতলও চিনতাম না
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৯ AM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৪ AM
দু’বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক শিক্ষার্থী আলমগীর কবির বলেছেন, আমি ধূমপান করি না। বিয়ারের বোতলও চিনতাম না। বিয়ার কখনো পান করেননি তিনি।
সম্প্রতি বগুড়ার স্থানীয় সাংবাদিকদের কাছে ফেসবুকের বিভিন্ন পোস্ট নিয়ে দেয়া ব্যাখ্যায় এসব কথা বলেন তিনি।
ফেসবুকে বিয়ার ও সিগারেটের ছবি পোস্ট করা প্রসঙ্গে আলমগীর বলেন, আমি যখন মেসে থাকতাম, তখন উনারা মেসে পার্টি করতেছিল। আমি আসলে বিয়ারের বোতলটা চিনিই না। আমি ভাবছি এগুলো কোকাকোলা অথবা ক্যান। সবাই ছবি তুলছিল, তাই আমিও ছবি তুললাম। তখন কিন্তু উনাদের খাওয়া-দাওয়া শেষ। আমি কিন্তু বিয়ার খাইওনি, উনাদের খাওয়া দেখিওনি। আমাকে লাস্টে এসে বললো তুমি কি কোক খাবা নাকি? আমি বললাম না ভাই আমি কোক খাই না। উনারা সবাই যখন ফেসবুকে ছবি পোস্ট করলেন তখন আমিও ফান করে ফেসবুকে ছবি পোস্ট করলাম।
আরও পড়ুন: সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির আদনান চাকরি পেলেন গুগলে
খালি গায়ে অশালীন ভংগিতে ছবি পোস্ট করা প্রসঙ্গে তিনি বলেন, আমি নিজে নিজেই ইয়োগা করি। এটা ইউটিউব দেখে শিখেছি। ইয়োগা শেখার কারণে আমি শারীরিকভাবে সচেতন। আমার মধ্যে স্বাস্থ্য সচেতনতার একটা ব্যাপার আছে। এটা নিয়ে ফেসবুকে আমার ভিডিও আছে। আমি কখনো কখনো ফেসবুকে ‘বোল্ড’ ছবি পোস্ট করেছি। এটা আসলে আমি আমার শারীরিক সচেতনতা ফুটিয়ে তুলেছি। আমি সবাইকে দেখাতে চেয়েছি যে আমি এই বয়সেও কত ফিট।
মুলা হাতে লেপ গরম করার ছবি পোস্ট করা প্রসঙ্গে আলমগীর বলেন, মুলা নিয়ে আমাদের সবার মধ্যেই একটা ফানিমূলক জিনিস আছে। মুলা যারা খায় তাদের পেট নষ্ট হয় এরকম একটা ব্যাপার। এই ফানি বিষয়টিকে হাইলাইট করেই আমি মূলত মুলা নিয়ে ছবি পোস্ট করে লেপ গরম করার কথা লিখেছি।
আরও পড়ুন: সুইসাইড নোট- ‘বাসায় মরে এক সপ্তাহ পড়ে থাকলেও কেউ জানবে না’
প্রসঙ্গত, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের জহুরুল নগর এলাকায় বসবাস করেন আলমগীর কবির। তিনি ওই কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। সম্প্রতি ওই এলাকার বিভিন্ন দেয়ালে দু’বেলা ভাতের বিনিময়ে প্রাইভেট পড়ানোর পোস্টার সাটান আলমগীর। ফেসবুকে এমন পোস্টার ছড়িয়ে পড়লে রাতারাতি তিনি ভাইরাল হয়ে যান।