যুব ও ক্রীড়া সচিবের যুব উন্নয়ন অধিদপ্তর পরিদর্শন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।  © সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন যুব উন্নয়ন অধিদপ্তর পরিদর্শন করেছেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ আজহারুল ইসলাম খানসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

সোমবার (৩১ জানুয়ারি) তিনি অধিদপ্তরের বিভিন্ন শাখা পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় দেশের সকল জেলার উপ-পরিচালকগণ জুম প্লাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি সংযুক্ত হন।

আরও পড়ুন: প্রেমের জেরে প্রাণ গেল ১০ম শ্রেণির ছাত্রের

যুব ও ক্রীড়া সচিব বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কীভাবে এদেশের যুব সমাজকে সম্পৃক্ত করা যায় সে বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরকে আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতে হলে যুব সমাজকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে, সে লক্ষ্যে সবচেয়ে বেশি গুরুদায়িত্ব যুব উন্নয়ন অধিদপ্তরের ওপর ন্যস্ত। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষিত ও বেকার যুব সম্প্রদায়কে আরো বেশি সম্পৃক্ত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর ভিশন ও মিশনকে বাস্তবায়িত করতে হলে যুব সমাজকে কাজে লাগাতে হবে এবং এ দায়িত্ব যুব উন্নয়ন অধিদপ্তরকেই নিতে হবে।

আরও পড়ুন: সস্ত্রীক করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে দায়িত্বপালনের উদাত্ত আহ্বান জানিয়ে সচিব আরও বলেন, আপনাদের মনে রাখতে হবে আপনার দায়িত্ব ও কাজের ক্ষেত্র অপরিসীম। স্বর্নিভর উদ্যোক্তা তৈরিতে আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বেকার যুবদের প্রশিক্ষণসহ ব্যাংক ঋণের জন্য সহায়তার ব্যবস্থা করতে হবে।


সর্বশেষ সংবাদ