প্রেমের জেরে প্রাণ গেল ১০ম শ্রেণির ছাত্রের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০৭:৪৭ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২২, ০৯:১৮ PM
প্রেমের জেরে শাহেদ শেখ নামে দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে খুন করা হয়েছে। নিহত শাহেদ শেখ আলফাডাঙ্গা অনির্বান প্রি ক্যাডেট স্কুলে পড়াশোনা করতো বলে জানা গেছে। রবিবার (৩০ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সতেরো বছর বয়সী স্কুল ছাত্র শাহেদ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শেখ সাদিক।
আরও পড়ুন: চড়ুইভাতির আগুনে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
এই খুনের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ দুইজন আসামিকে গ্রেফতারও করেছে। গ্রেফতারকৃতরা হলেন- একই উপজেলার পানাইল গ্রামের বাসিন্দা আলি আফজালের ছেলে লাদেন ও আলম মিয়ার ছেলে ইব্রাহিম।
নিহত শাহেদের স্বজন মো. লিটন খান জানান, এলাকার একটি মেয়ের সাথে প্রেমঘটিত বিষয় নিয়ে শাহেদের সঙ্গে অভিযুক্ত লাদেন ও ইব্রাহিমের বিরোধ চলে আসছিল। রবিবার দুপুরে উপজেলা সদর থেকে ফেরার পথে রায়ের পানাইল গ্রাম এলাকায় শাহেদের গতিরোধ করে লাদেন, ইব্রাহিমসহ তাদের সহযোগিরা । তারা পরে শাহেদকে দেশীয় অস্ত্র দিয়ে হামলাকারীরা কুপিয়ে ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। আহত শাহেদকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় শাহেদ মারা যায়।
আরও পড়ুন: সুদের টাকা না পেয়ে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা
এ ব্যাপারে টগরবন্দ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) কালু ফকির বলেন, আলি আফজালের ছেলে লাদেন ও আলম মিয়ার ছেলে ইব্রাহিমের সাথে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে আগে থেকেই ঝামেলা ছিল শাহেদের। এ নিয়ে শাহেদের উপর অতর্কিত হামলা চালায় তারা। প্রেমঘটিত বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে শুনেছি।
আলফাডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এস আই আবু শহিদ জানান, এ হত্যাকান্ডের ঘটনায় আজ নিহত শাহেদ শেখের ফুপা লিটন খান বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার দায়ে অভিযুক্ত দুইজনকে আটক করে। বাকিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।