হেডফোন লাগিয়ে গেমে মগ্ন কিশোরের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ০২:২৬ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২২, ০২:২৬ PM
রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে রাশেদুল ইসলাম নামক এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা গেছে, রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে ভিডিওগেমে মগ্ন ছিল ওই কিশোর। মঙ্গলবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ৮টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকার কাছাকাছি জায়গায় তার মৃত্যু হয়।
মৃত রাশেদুল ইসলামের বাড়ি উপজেলার চাকিরপশা ইউনিয়নের বাজে মুজরাই গ্রামে। তার বাবার নাম মো. মজিবর মিয়া।
আরও পড়ুন: দুর্ঘটনারোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ট্রাফিক রুল পড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
স্থানীয়রা জানিয়েছে, রাশেদসহ আরও ৩জন কিশোর কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইলে গেম খেলছিল। তখন কুড়িগ্রাম থেকে আসা কাউনিয়াগামী রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে রাশেদুল মারা যায়।
তারা আরও জানিয়েছে, এ ঘটনায় ট্রেন এসে চাপা দেওয়ার আগেই বাকি দুইজন দৌড়ে পার হতে পারলেও রাশেদ পারেননি। ট্রেন আসার বিষয়টি সে আঁচ করতে পারেনি বলে ধারণা করছেন তারা।
আরও পড়ুন: ক্যান্সার আক্রান্ত রুয়েটের মুশফিককে বাঁচাতে সাহয্যের আবেদন
রাজারহাট থানার ওসি রাজু সরকার জানিয়েছেন, নিহত কিশোরের পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।