নববর্ষ উদযাপন করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

প্রতীকী
প্রতীকী  © প্রতীকী ছবি

যশোরে ইংরেজি নববর্ষ উদযাপন করতে ঘর থেকে বের হয়ে বাড়ি ফেরা হলো না কলেজ শিক্ষার্থী সাজেদুল খান নয়নের। মোটরসাইকেলের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে বেনাপোল-যশোর সড়কের মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন: চলতি বছরে ১১৪টি সড়ক দুর্ঘটনা, মৃত্যু ১১৯ জনের

মৃত শিক্ষার্থী সাজেদুল খান নয়নের বয়স ২০ বছর। তিনি যশোর শহরের পুরাতন কসবার প্রবাসী রমজান খানের ছেলে। নয়ন যশোর ক্যান্টনমেন্ট কলেজের পড়ত।

নিহতের স্বজনরা জানান, সাজেদুল খান তার বন্ধু আরিফুজ্জামান (১৮) কে নিয়ে ইংরেজি নববর্ষ পালন করতে বাসা থেকে বের হন। রাত ১০ টার দিকে যশোর-বেনাপোল সড়কের মল্লিকপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা নয়ন, আরিফুজামান ও ভ্যানচালক মিলন (২০) গুরুতর আহত হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে নয়নের মৃত্যু হয়। আহতদের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা রুখতে ডিভাইস বানালেন দুই ছাত্রী

এদিকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। দুর্ঘটনার খবর শোনার পর থেকে নিহতের পরিবারকে সমবেদনা জানাতে আসছে আত্মীয়স্বজনরা।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, 'বেনাপোল-যশোর সড়কের মল্লিকপুর এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সেই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছিলেন।'

এর আগে, ২০২১ সালের নববর্ষ পালন করতে গিয়ে ও নরসিংদীতে প্রাইভেকার দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের তিন বোনসহ চারজন।


সর্বশেষ সংবাদ