চেয়ারম্যান হলেন একই কলেজের ৩ শিক্ষক

২৯ ডিসেম্বর ২০২১, ০৪:১০ PM
একই কলেজের ৩ শিক্ষক

একই কলেজের ৩ শিক্ষক © সংগৃহীত ছবি

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ধাপের নির্বাচন। এই নির্বাচনে একই কলেজ থেকে তিন জন শিক্ষক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘায় কলেজে। এতে নির্বাচিত তিনজনই বাঘা উপজেলার বাউসা মহাবিদ্যালয়ের শিক্ষক। চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ নিজ এলাকায় চেয়ারম্যান পদে নির্বাচন করে তারা বিজয়ী হন।

আরও পড়ুন: ১৯৭১ সালে চার শ্রেণীতেই প্রথম হয়েছিল টুমচর মাদ্রাসার শিক্ষার্থীরা

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, এবারের নির্বাচনে বাউসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর মোহাম্মদ তুফান আ.লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৮ হাজার ১৬৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।

বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচনকালীন আওয়ামী লীগের দলীয় প্রার্থীর ওপর হামলা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি জেল থেকে নির্বাচন করে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪২৮ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫৬৫ জন। নুর মোহাম্মদ তুফান রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক ও অধ্যক্ষ।

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়কে জাককানইবি না বলার আহ্বান উপাচার্যের

অপরদিকে একই কলেজের শিক্ষক রফিকুল ইসলাম রফিক আড়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৪২২ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বাউসা মহাবিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আনারস প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৯২৪। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ১৩০ জন। রফিকুল ইসলাম রফিক আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান।

এদিকে একই কলেজের বাংলা বিষয়ের শিক্ষক মোখলেসুর রহমান লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের তৃতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তিনি আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী ইমদাদুল হক মিলনকে পরাজিত করেন। মোখলেসুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬ হাজার ৮৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ভোট পেয়েছেন ৩ হাজার ৯১৪টি। মোখলেসুর রহমান আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ও লালপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ছিলেন।

আরও পড়ুন: এসএসসির ফল ঘরে বসে জানবেন যেভাবে

এ বিষয়ে আড়ানী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও বাউসা মহাবিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম রফিক জানান, আমরা একই কলেজে আলাদা বিষয়ে শিক্ষকতা এবং আওয়ামী লীগের রাজনীতি করি। আমরা আলাদা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আমি নৌকার প্রার্থী হিসেবে মনোনীত হলেও অন্য দুজন মনোনীত না হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে তিনজনই চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।

৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপন আস্তানা ও চরমপন্থার তথ্য দিলে অর্থ পুরস্কার: আইজিপি বা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সংকট সমাধানে ৫ দফা দাবি বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটির
  • ১৮ জানুয়ারি ২০২৬
এরদোয়ান ও সিসিকে গাজার 'শান্তি বোর্ডে' আমন্ত্রণ ট্রাম্পের
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাফুফেকে বিশ্বকাপের ৩৩০ টিকিট দিল ফিফা, কিনবেন যেভাবে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9