শিক্ষার্থীদের টিকা কার্যক্রম পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত মিলার

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার   © সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের দেওয়া করোনা টিকা কার্যক্রম পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রিত টিকাদান কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় তিনি স্বাস্থ্যকর্মী, টিকা গ্রহীতা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন: ৩৮ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন শেষ কবে? 

স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সাহসিকতা ও সফলতার সঙ্গে করোনা মোকাবেলা করেছে। কিন্তু, এখনও আমাদের সর্তক থাকতে হবে। টিকা নিতে হবে, মাস্ক পরিধান ও হাতধোয়া চালু রাখতে হবে। তাদের (স্বাস্থ্যকর্মীদের) হিরো সম্বোধন করে আর্ল আর মিলার বলেন, করোনার দুর্যোগময় এই পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা যেভাবে দায়িত্ব পালন করেছেন ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

টিকা কার্যক্রম পরিদর্শনের পর মার্কিন রাষ্ট্রদূত স্কুল ক্যাম্পাস ঘুরে দেখেন এবং সুন্দর পরিবেশে টিকা কেন্দ্র করার প্রশংসা করেন।

আরও পড়ুন: ৩৭৭ আসন ফাঁকা রেখেই রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ শামসুল হক, মুন্সীগঞ্জ সিভিল সার্জন মনজুরুল আলম ও প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরীফ উজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, ১৪ ডিসেম্বর মঙ্গলবার থেকে মুন্সিগঞ্জে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার টিকা দেওয়া শুরু হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৩টি বুথে ফাইজার টিকা দেওয়া হচ্ছে। শুরুর দিন থেকে প্রতিদিন প্রায় ১৮০০ শিক্ষার্থীকে টিকা প্রদান করা হচ্ছে এই কেন্দ্রটি থেকে।

 


সর্বশেষ সংবাদ