স্বামীর নির্যাতনে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

২০ ডিসেম্বর ২০২১, ০৯:১৬ AM
মাহমুদা খানম আঁখি ও তার স্বামী

মাহমুদা খানম আঁখি ও তার স্বামী © সংগৃহীত

চট্টগ্রামে স্বামীর নির্যাতনে মাহমুদা খানম আঁখি (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি চট্রগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই  ঘটনায় পুলিশ নিহতের স্বামী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য মো. আনিসুল ইসলামসহ দুজনকে আটক করেছে।

রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্রগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ‘আল বিদা’ স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হওয়া সেই কলেজছাত্র উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে বাঁশখালী উপজেলার বাসিন্দা আনিসের সঙ্গে শিক্ষার্থী আঁখির বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা নগরের চান্দগাঁও থানার পাঠানিপুল এলাকার একটি ভাড়া বাসায় বসবার করে আসছেন। এরই মধ্যে গত বছর ধরে তাদের মধ্যে নানান বিষয়ে মনোমালিন্য শুরু হয়। একপর্যায়ে তাদের পারিবারিক কলহ চরমে পৌঁছে।

মৃত আঁখির দুলাভাই আবুল কালাম জানান, ‘যৌতুকের দাবিতে প্রায় আঁখিকে মারধর করতেন তার স্বামী। ছয় মাস আগে তার ফোন কেড়ে নেয়। কয়েকদিন আগে আঁখির ওপর পাশবিক নির্যাতন চালায়। শনিবার পেটে লাথি মারলে গুরুতর আহত হয় আঁখি।’

আরও পড়ুন: যেভাবে পাবেন বুস্টার ডোজ

তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা পরীক্ষা করে বলেছেন, মারধরের কারণে আঁখির নাড়িভুঁড়ি ফ্যাকচার (ছিঁড়ে) গেছে। রবিবার নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, তার পেটের নাড়ি ছিঁড়ে গেছে। ঘটনার পর আঁখিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।’

এ ব্যাপারে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ‘স্বামীর নির্যাতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আঁখির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পেয়েছি। ঘটনার পর বেসরকারি হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন: ঢাবিতে ভর্তির স্বপ্ন পূরণ হল সেতুর

তিনি আরও জানান, ‘এ ঘটনায় নিহতের স্বামীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যেহেতু ঘটনাস্থল চান্দগাঁও থানায়, মামলা হলে সেখানেই তাদেরকে মামলা করতে হবে।’

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬