হাফ ভাড়ার দাবিতে

আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়লেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

  © টিডিসি ফটো

শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের ভিত্তিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা থেকে সরে দাঁড়িয়েছেন গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে বিক্ষোভরত ঢাকা কলেজের শিক্ষার্থীরা ৷

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামীকালের (শুক্রবার) মধ্যে এর সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগে বাসে হাফ ভাড়া না নেওয়ার প্রতিবাদে সকাল ১০টায় কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা। এসময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস গলিতে আটকে রাখেন এবং হাফ ভাড়া নিশ্চিত করতে বাস মালিকদের প্রতিশ্রুতি দাবি করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম বলেন, প্রশাসন আশ্বাস দিয়েছে, হাফ ভাড়া নিশ্চিত করা হবে। এজন্য আমরা রাস্তা ছেড়ে দিয়েছি৷ শনিবারের মধ্যে হাফ ভাড়া নিশ্চিত না করলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন বলেন, হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলো ৷ পরে ঢাকা কলেজের শিক্ষকরাসহ আমরা মিলে শিক্ষার্থীদের বোঝালে তারা রাস্তা ছেড়ে দেয়। মালিক সমিতির সঙ্গে কথা বলে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছাবো।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, শিক্ষার্থীদের অনেক অভিযোগ আছে। তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হয় না। অনেক সময় বাসের হেলপাররা খারাপ ব্যবহার করে। ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। তবে এসবের সমাধান তো গাড়ি আটকিয়ে, রাস্তা অবরোধ করে হবে না। আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে এনেছি। মালিক সমিতির সঙ্গে বসে এর সমাধান করবো।


সর্বশেষ সংবাদ