সহকর্মীর ছবি এডিট করে পর্ন তৈরির অভিযোগে যুবক আটক

০৩ নভেম্বর ২০২১, ১২:১৫ PM
আটকৃত যুবক শরিফুজ্জামান সাহেদ খান

আটকৃত যুবক শরিফুজ্জামান সাহেদ খান © সংগৃহীত

রাজধানীর পল্লবী থেকে এক নারী সহকর্মীর ছবি এডিট করে পর্ন বানানোর অপরাধে এক যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আটকৃত যুবকের নাম শরিফুজ্জামান সাহেদ খান ওরফে লোহানী বাবু (৩২)।

র‌্যাব জানিয়েছে, গত ২০ সেপ্টেম্বর এক তরুণী অভিযোগ করেন তার সহকর্মী যৌন হয়রানি করছেন। ২০১৭ সাল থেকে একটি প্রজেক্টে তারা এক সঙ্গে কাজ করে আসছিল। একই অফিসে কাজের সুবাদে ২০১৭ সালের অক্টোবরে ভুক্তভোগীর সাথে অভিযুক্ত সাহেদের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে অফিসে বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। একইসঙ্গে গায়ে হাত দেওয়াসহ অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে যৌন হয়রানি করে। বাঁধা দিলে ক্ষিপ্ত হন এবং অফিসে কাজ করতে দেবে না বলে হুমকি দেয় সাহেদ।

র‌্যাব আরও জানিয়েছে, একপর্যায়ে আসামি ভুক্তভোগীর সম্পর্কে অফিসে কর্মরত অন্যান্য সহকর্মীর কাছে কুৎসা রটায় এবং তার চেহারা অন্য পর্ন ছবিতে বসিয়ে দেখায়। জিজ্ঞাসাবাদে অপরাধের দায় স্বীকার করেছে সে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যোগ্যতায় কড়াকড়ি, নির্দিষ্ট অভিজ্ঞ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে যে ভূমিকায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬