উস্কানিদাতাদের থেকে সাবধান থাকুন: মুরাদ হাসান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১০:২২ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২১, ১০:২২ PM
যারা অনলাইনে প্রতিহিংসা ছড়ায় তাদের থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। শনিবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনলাইনে যারা প্রতিহিংসা ছড়ায়, তাদের থেকে সাবধান থাকুন। ফেসবুক-ইউটিউবে যারা উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয় উস্কানি দিচ্ছে, তাদের থেকে সতর্ক থাকুন।
তিনি আরও বলেন, এরা অনলাইনে উস্কানি দিয়ে সমাজের সরলপ্রাণ মানুষকে বিপদে ফেলার পাঁয়তারা করছে। দিনশেষে ক্ষতি হবে নিজের ও পরিবারের। উস্কানিদাতারা থাকবে না।
উস্কানিদাতাদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, উস্কানিমূলক আইডিগুলোর নাম ও ছবি স্থানীয় প্রশাসনকে সরবরাহ করুন। আপনার পরিবার ও সমাজকে নিরাপদ রাখুন।