ছড়াকার ও চাঁদের হাটের প্রতিষ্ঠাতা রফিকুল হক আর নেই

প্রবীণ সাংবাদিক রফিকুল হক দাদু ভাই
প্রবীণ সাংবাদিক রফিকুল হক দাদু ভাই  © ফাইল ফটো

জনপ্রিয় শিশুসাহিত্যিক, ছড়াকার, চাঁদের হাটের প্রতিষ্ঠাতা ও প্রবীণ সাংবাদিক রফিকুল হক দাদু ভাই আর নেই। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত বছর দুইবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ছিলেন তিনি।

রবিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর মুগদার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রফিকুল হকের পারিবার থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, সুস্থ হয়ে কর্মস্থল যোগ দিলেও অসুস্থতার কারণে ছয় মাস আগে পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন রফিকুল হক। সম্প্রতি তার স্ট্রোকও হয়েছিল।

চাঁদের হাটের প্রতিষ্ঠাতা রফিকুল হকের জন্ম ১৯৩৭ সালের ৮ জানুয়ারি। তার গ্রামের বাড়ি রংপুরের কামালকাচনায়। তার দুই ছেলে এক মেয়ে।

সত্তরের দশকে গড়া শিশু-কিশোরদের সংগঠন ‘‘চাঁদের হাটে’’র প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

বাংলা শিশু সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি ২০০৯ সালে বাংলা একাডেমি পুরস্কার, একই বছর বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি পুরস্কার, নিখিল ভারত শিশুসাহিত্য পুরস্কারসহ দেশে এবং দেশের বাইরে বিভিন্ন পুরস্কার লাভ করেন। দৈনিক যুগান্তরের ফিচার এডিটর ছাড়াও প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন রফিকুল হক।

এছাড়া, নব্বই দশকে প্রতিষ্ঠিত দৈনিক রুপালীর নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন বর্ষীয়ান এই প্রবীণ সাংবাদিক।


সর্বশেষ সংবাদ