মৃত্যুর আগে বিসিএস ক্যাডারের ফেসবুকে দেয়া শেষ ৩ স্ট্যাটাস

০৫ অক্টোবর ২০২১, ০৯:৩৯ PM
বিদায়ের আগে  নায়েফ আল ইমরানের তিন স্ট্রাটাস

বিদায়ের আগে নায়েফ আল ইমরানের তিন স্ট্রাটাস © টিডিসি ফাইল ফটো

মো: নায়েফ আল ইমরান, পেশায় একজন কলেজ শিক্ষক। ৩৬তম বিসিএসে (সাধারণ শিক্ষা) উত্তীর্ণ হয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরে ঠাকুরগাঁও সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি । কিন্তু গত ২৮ সেপ্টেম্বর হঠাৎ ব্রেন স্ট্রোক করে ইহকাল ত্যাগ করেন নায়েফ আল ইমরান। কলেজসূত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন ধরে ব্লাড ক্যান্সারেও আক্রান্ত ছিলেন।

গত ৩ সেপ্টেম্বর  প্রতিষ্ঠানটির তিনি বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত উক্ত পদে বহাল ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি খুবই ধার্মিক ছিলেন এবং অনাড়ম্বর জীবন যাপন করতেন।  সমাজের অসংগতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টগুলো তার মৃত্যুর পর আলোড়ন সৃষ্টি করে।

১ম পোস্ট:
‘সমাজ দেখে আপনি কত টাকা উপার্জন করলেন, যত বেশি টাকা উপার্জন করলেন, তত শ্রদ্ধা, সম্মান, প্রতিপত্তি। কিভাবে আয় করলেন, এটা বিষয় না। সমাজ ব্যবস্থা একজন দুর্নীতিবাজকে যত শ্রদ্ধা করে, একজন রিক্সাওয়ালা, মুচি, দিনমজুরকে ততই নীচু ভাবে দেখে। এ দৃশ্যপট থেকে যতদিন বের হওয়া না যাবে, ততদিন মানবিক পচন রোধ করা দুরূহ হবে।’

২য় পোস্ট:
‘পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরে, মানুষের জীবনটাও একটা সাইকেলের (বৃত্ত) মধ্যেই ঘুরে। যে সাইকেলে আনন্দ-বেদনা, হাসি-কান্না, ভাগ্য, রিজিক নির্দিষ্ট। চাইলেও এর থেকে বের হওয়া যাবে না। এই চিরন্তন সত্য যত তাড়াতাড়ি বুঝে আসে, ততই পরবর্তী জীবনমানে আসবে উচ্ছ্বাস, দূরীভূত হবে অবসাদ।’

৩য় স্ট্যাটাস:
‘একটা বিষয় অনেক দিন আগ থেকে মাথা যাচ্ছে না। প্রায় প্রতিটি ফ্যামিলিতে দেখা যায়, পুরুষ মানুষরা আগে আগে খায়, ভাল এবং বড় পিচগুলো পুরুষরাই নেই। এরপর যা থাকে তা মা-বোন-চাচী-মামীরা খায়, কখনো ভাগে পায়, কখনো ভাগে পায় না। যারা এত কষ্ট করে রান্না-বান্না করল, তারাই দিন শেষে ভাগে পায় না। আবার শুনতে হয় মেয়েরা আবার কি কাজ করে। কি অদ্ভুত ব্যাপার!’

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬