চাঁদপুরে ৩ কলেজ ছাত্রী করোনায় আক্রান্ত

২৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৮ AM
 ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ

ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ © সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের ৩ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) ওই ছাত্রীদের করোনা পজিটিভ রিপোর্ট আসার পরে তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।

করোনা পজিটিভ হওয়া ওই তিন শিক্ষার্থী হলেন- কচুয়া উপজেলার প্রসন্নকাপ গ্রামের আকলিমা আক্তার (১৭), বড়কড়ই গ্রামের জান্নাত আক্তার (১৭) ও নবাবপুর গ্রামের ফাতেমা আক্তার নিশি (১৮)।

ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম জানান, গত সোমবার (২০ সেপ্টেম্বর) কলেজ ছাত্রীবাসে থাকতে ইচ্ছুক এমন ৫০ জন শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়। বুধবার এরমধ্যে ৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

শহীদুল ইসলাম বলেন, রিপোর্ট পাওয়ার সাথে সাথেই ওই তিন ছাত্রীর অভিভাবকদের বিষয়টি জানিয়ে তাদের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। ওই তিন শিক্ষার্থী এখনও সুস্থ্য আছে। আমরা নিয়মিত খোঁজ নিচ্ছি।

তিন শিক্ষার্থীর পজিটিভ রিপোর্ট আসলেও অন্যদের এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জানিয়ে তিনি বলেন, প্রতিদিন শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে কলেজে প্রবেশ করানো হয়। কারো তাপমাত্রা একটু বেশি হলেই আমরা করোনা পরীক্ষার ব্যবস্থা নেই। ক্লাসও পরিচালনা করছি স্বাস্থ্যবিধি মেনে। তাই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬