রাজশাহী, খুলনাসহ চার জেলায় ২৪ ঘন্টায় করোনায় ৩৬ জনের মৃত্যু

করোনায় ৪ জেলায় ২৪ ঘন্টায় মৃত্যু ৩৬
করোনায় ৪ জেলায় ২৪ ঘন্টায় মৃত্যু ৩৬  © সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনা, সাতক্ষিরা ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৬ জন মারা গেছেন। শুক্রবার (২৫ জুন) সকাল ৯টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৯ টার মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জন মারা গেছেন। মৃত ১৭ জনের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিলেন। আর ৯ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৩১ জন। রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৩৫৭টি।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেড জোনে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। আর আইসিইউতে রয়েছেন ১৯ জন। খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮৮৬ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার ।

এদিকে, কয়েকদিন ধরে চট্টগ্রামে করোনার সংক্রমণ বেড়েছে। নগরের সঙ্গে পাল্লা দিয়ে উপজেলাগুলোতেও প্রতিদিন করোনা শনাক্ত হচ্ছে। এসময়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন। এদের মধ্যে ১ জন নগরের এবং ২ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত নগরে ৪৬৭ জন এবং উপজেলায় ২০৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১৬ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৭ হাজার ৩৭০ জন। 

আরও দেখুন: 

১০ দিনের মধ্যে ২৫ লাখ টিকা আসছে: স্বাস্থ্যমন্ত্রী


সর্বশেষ সংবাদ