স্বাস্থ্যের ডিজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ সংসদীয় কমিটির

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম
ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম   © ফাইল ফটো

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (২০ জুন) করোনাকালীন সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটা ও করোনা মোকাবিলায় আয়োজিত বৈঠক থেকে এই সুপারিশ করা হয়। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি উপস্থিত ছিলেন না।

বৈঠক সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত কত টাকার মাস্ক ও কীট কেনা হয়েছে, ভ্যাকসিন সংকট মোকাবিলার কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, কীভাবে করোনা ভ্যাকসিন কেনা হচ্ছে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম অনুপস্থিত ছিলেন। এই কারণে রাগ প্রকাশ করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম স্বাস্থ্যের ডিজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। ব্যবস্থা না নিলে বিষয়টি সংসদ অধিবেশনে আলোচনা করবেন বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ