পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ জুন ২০২১, ১০:৪৯ AM , আপডেট: ০৮ জুন ২০২১, ১০:৪৯ AM
বান্দরবানে লামা উপজেলায় পাহাড়ের ঝিরির পানিতে ডুবে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার সরই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুইজন হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জের রানীহাটের চকবরহম পাড়ার রজব আলীর ছেলে আবদুল কাদের জিলানী (১২) ও ঠাকুরগাঁওয়ের হাজী পাড়ার বুলবুল মোস্তাফিজের ছেলে শ্রেয় মোস্তাফিজ (১১)। তারা দুজনই কোয়ান্টাম আবাসিক কসমো স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
জানা গেছে, সোমবার দুপুরে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের পাশে বৃষ্টির পানিতে গোসল করতে যায় আবদুল কাদের জিলানী ও শ্রেয় মোস্তাফিজ। এসময় পানির স্রোতে ভেসে গিয়ে ঝিরির মধ্যে পড়ে ডুবে যায় তারা দুজন। বিষয়টি টের পেয়ে তাদের সহপাঠীরা বিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেয়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।