জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

০৮ জুন ২০২১, ০৯:০১ AM
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন © ইন্টারনেট

জাতিসংঘের সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ। সোমবার (৭ জুন) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ। এর ফলে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয়  জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দেবে বাংলাদেশ।

বাংলাদেশের পাশাপাশি কুয়েত, লাউস ও ফিলিপিন্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এক বছর মেয়াদের এ দায়িত্ব আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে।

নির্বাচিত হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, ‘বহুপাক্ষিকতার ধারক ও বাহক বাংলাদেশ। বিশ্বের জটিল চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বের প্রতিও বিশ্বাসী। উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের ইস্যুতে বাংলাদেশ নীতিগত ও গঠনমূলক অবস্থান বজায় রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ওপর ওপর আস্থা রাখে, এ নির্বাচন তারই বহিঃপ্রকাশ।’

জানা গেছে, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এবার ৭৬তম অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্চে। কারণ এখন করোনা অতিমারি ও এর ব্যাপক ক্ষতিকর প্রভাব থেকে পূনরুদ্ধারের চ্যালেঞ্জ মোকাবিলা করছে বিশ্ব।

অফিসার নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, আবেদন শেষ ২১ জানু…
  • ১৫ জানুয়ারি ২০২৬
'জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট: জনসচেতনতা তৈরিতে যুব ও ক্রীড়া…
  • ১৫ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের সংবাদ সম্মেলন রাত ৮ টায়
  • ১৫ জানুয়ারি ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত স…
  • ১৫ জানুয়ারি ২০২৬
চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ১৫ জানুয়ারি ২০২৬
সাত কলেজের অবরোধে আটকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, শিক্ষার্থী…
  • ১৫ জানুয়ারি ২০২৬