দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সপ্তম বাংলাদেশি জামিল

২৬ এপ্রিল ২০২১, ০৮:৫৭ AM
বাংলাদেশি হাফেজ জামিল আহমদ

বাংলাদেশি হাফেজ জামিল আহমদ © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ২৪তম আসরে সপ্তম স্থান অর্জন করেছেন আমিরাত প্রবাসী বাংলাদেশি হাফেজ জামিল আহমদ। এর মাধ্যমে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন বাংলাদেশি হাফেজরা।  

এবারের আসরে প্রথম হয়েছেন সিরিয়ান মোহাম্মদ আব্দুর রহমান আবু কাসিম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আমেরিকান হাফেজ আব্দুল গণি মুস্তফা এহিয়া ও সুদানের হাফেজ মোজাম্মেল আহমদ।

শনিবার রাতে দুবাইয়ে প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় দুবাইয়ের ধর্ম প্রতিমন্ত্রী ও সংযুক্ত আরব আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০ জন প্রতিযোগীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার হাতে তুলে দেন অতিথিরা। প্রতি বছর বিশ্বের ৯০টি দেশের হাফেজরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও এবার ছিল সীমাবদ্ধতা।

করোনার প্রভাবে প্রতিযোগীরা প্রথমে নিজ নিজ দূতাবাসের মাধ্যমে বাছাই পর্বে অংশ নেন। বাছাইকৃতরা পরে মূল পর্বে সুযোগ পান। এবারের আসরে বাংলাদেশ দূতাবাসে বাছাই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে প্রতিযোগিতায় অংশ নেন আমিরাতের আল-আইনে অধ্যয়নরত হাফেজ জামিল আহমেদ।

এর আগে দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন আসরে বাংলাদেশি প্রতিযোগীদের মধ্য সেরা দশে ছিলেন- হাফেজ নাজমুল সাকিব, হাফেজ মোহাম্মদ জাকারিয়া, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ আবদুল্লাহ তাজুল ইসলাম ও হাফেজ তরিকুল ইসলাম প্রমুখ।

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬