হেফাজতের হামলায় ছাত্রলীগ-যুবলীগের ১০ কর্মী আহত

২৭ মার্চ ২০২১, ০৬:০৩ PM
সংঘর্ষের সময় হেফাজত কর্মীরা

সংঘর্ষের সময় হেফাজত কর্মীরা © সংগৃহীত

ময়মনসিংহে হেফাজতে ইসলামের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ ও শ্রমিক লীগের সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগ-যুবলীগ ও শ্রমিক লীগের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৭ মার্চ) ময়মনসিংহের নান্দাইলে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, রতন ভূঁইয়া, নাদিম মাহমুদ, রবি মিয়া, নবী হোসেন, হিমেল, হাবিবুর রহমান, সালাম, মাসুম, রাজু ও পিন্টু। তারা সবাই নান্দাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় শনিবার বিক্ষোভ মিছিল বের করে হেফাজত। এ সময় চৌরাস্থা এলাকার প্রেস ক্লাবের সামনে মিছিল নিয়ে সরকার বিরোধী স্লোগান দিলে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা বাধা দেয়। এ সময় হেফাজত কর্মীরা তাদের ওপর হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম সালাম বলেন, আহতদের নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে রাতে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage