তিনমাস পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল পাচ্ছে ১২ কিশোর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ মার্চ ২০২১, ০৩:৫৩ PM , আপডেট: ২১ মার্চ ২০২১, ০৩:৫৩ PM
টানা তিনমাস মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছেন ১২ কিশোর। আর এরই উপহার হিসেবে তারা প্রত্যেকে একটি করে সাইকেল পাচ্ছন। আগামী ২৩ মার্চ তাদের সাইকেল উপহার দেয়া হবে।
বরিশালে মসজিদে কিশোরদের নামাজে উৎসাহী করার ব্যাতিক্রমধর্মী এই উদ্যোগ হাতে নিয়েছিলেন চালিতাবাড়ী-পূর্ব জিড়াকাঠি সোসাইটি (সিপিজে সোসাইটি)। এতে অর্থায়ন করেছেন স্থানীয় যুব সমাজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে গত ১৬ ডিসেম্বর সিপিজে সোসাইটির পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়। এতে করে স্খানীয় কিশোরদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। কিশোররা নিয়মিত মসজিদে নামাজ আদায় শুরু করেন।
যারা ধারাবাহিকভাবে এক মাস মসজিদে সালাত আদায় করেছেন তাদের জায়নামাজ দেয়া হয়েছে। আর ৪৫দিন সালাত আদায়কারীদের ব্যাগ কিনে দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ৩ মাস নামাজ আদায়কারীদের সাইকেল উপহার হিসেবে দেয়া হচ্ছে।