শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, প্রাণহীনভাবে উদযাপন সরস্বতী পূজা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৪ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৪ PM
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি)। ভক্তরা পঞ্চমী তিথিতে এইদিনে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা করেন। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ পূজার সবচেয়ে বড় আয়োজন থাকে।
তবে করোনা পরিস্থিতির কারণে এবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে প্রাণ নেই সরস্বতী পূজায়ও। অবশ্য পাড়া-মহল্লায় সীমিত পরিসরে চলছে পূজার আয়োজন। অনেকে ঘরোয়াভাবেও এ পূজার আয়োজন করেন।
সরস্বতী পূজা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। তারা সরস্বতী পূজা উপলক্ষ্যে দেশের হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
সনাতন ধর্মাবলম্বীদের মনে করেন, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। এ পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
সরস্বতী পূজা উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, মহিলা ঐক্য পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদের নেতারা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে আগামীকাল বুধবার শেষ হবে এবারের সরস্বতী পূজা।