নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করবে বাম জোট

আগামী ৬ জানুয়ারি নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে এ কর্মসূচি আহবান করা হয়েছে। বুধবার পল্টনে জোট ঘোষিত ‘কালো দিবস’-এর কর্মসূচি থেকে এ বিক্ষোভের ডাক দেয়া হয়।

জোটের সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির নেতা আবদুল্লাহ আল ক্বাফী সভাপতিত্বে পূর্বঘোষিত এ কর্মসূচিতে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের কেন্দ্রীয় সদস্য রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী প্রমুখ।

সমাবেশে নেতারা দুই বছর আগে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন উল্লেখ করে, সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারের পদত্যাগ এবং একইসঙ্গে পুনর্নির্বাচনের দাবি করেন। একইসঙ্গে তারা কঠোর আন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরর নির্বাচনের দিনকে ‘কালো দিবস’ আখ্যা দিয়ে সরকারের পদত্যাগের দাবিতে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলের কর্মসূচি ছিল জোটের।

পল্টন মোড়ে সমাবেশ করে মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগোলে শাহবাগ মোড়ে পুলিশ তা আটকে দেয়। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে ব্যারিকেড ভেঙে পরে জোটের কর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এসময় সৃষ্টি হয় তীব্র যানজটের। প্রায় আধঘণ্টা ধরে মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন বামপন্থীরা।

সমাবেশ থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির নির্বাচনের আয়োজক ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িত বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আগামী ৬ জানুয়ারি (বুধবার) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence