‘এ’ এবং ‘ও’ লেভেল পরীক্ষা বাতিলের দাবি

জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা
জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা  © সংগৃহীত

দেশে চলমান করোনা পরিস্থিতির মধ্যে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা। ক্লাস পারফরম্যান্স বিবেচনায় গ্রেড দেয়ার দাবি জানিয়েছেন তারা।

নিজেদের দাবি তুলে ধরতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বিতীয় দফায় মানববন্ধন করেছে রাজধানীর বিভিন্ন ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনা পরিস্থিতির করাণে দেশের সকল পাবলিক পরীক্ষা বাতিল করা হলেও গত ৩ সেপ্টেম্বর ব্রিটিশ কাউন্সিল থেকে জানানো হয়েছে, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা নেয়া হবে। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য কোনোভাবে প্রস্তুত নয়। পরীক্ষা দিতে গেলে অনেক ছাত্র-ছাত্রীর করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

শিক্ষার্থীদের ভাষ্য, স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা আয়োজন করা হলেও হলে পরীক্ষার্থীদের নিরাপত্তা দেয়া সম্ভব হবে না। শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীরা নানাভাবে আক্রান্ত হয়ে পড়বে। এমন মহামারি পরিস্থিতির মধ্যে পরীক্ষা দিয়ে কেউ তার প্রত্যাশিত ফলাফল পাবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে আলোচনা করে করোনার মধ্যে পরীক্ষা না নেয়ার বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়ে নমুনা পরীক্ষার মাধ্যমে গ্রেড দেয়ার দাবি জানায় আন্দোলনকারীরা।


সর্বশেষ সংবাদ