করোনায় আক্রান্ত বিএসএমএমইউ চিকিৎসক স্বপ্নীল-নুজহাত দম্পতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুন ২০২০, ০৮:৫৭ PM , আপডেট: ১৭ জুন ২০২০, ০৯:০৫ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চিকিৎসক দম্পতি মামুন আল মাহতাব স্বপ্নীল ও নুজহাত চৌধুরী শম্পার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বুধবার দুপুরে ডা. স্বপ্নীল নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ডা. স্বপ্নীল বলেন, চার দিন হল আমি করোনায় আক্রান্ত হয়েছি। আমার স্ত্রী ও অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলেটি গত ৩ দিন আগে আক্রান্ত হয়েছে। আমরা সবাই বাসাতেই চিকিৎসা নিচ্ছি। এছাড়া আমাদের তেমন কোনো সমস্যা নেই।
একাত্তরের শহীদ ডা. আলীম চৌধুরীর ছোট মেয়ে ডা. নুজহাত চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক তিনি। আর তার স্বামী ডা. স্বপ্নীল বিএসএমএমইউয়ের লিভার বিভাগের প্রধান হিসেবে আছেন। তারা দুজনেই গণমাধ্যমে লেখার মাধ্যমে করোনায় সংক্রমণের বিরুদ্ধে স্বাস্থ্যসচেতনতা সৃষ্টির কার্যক্রমে যুক্ত রয়েছেন।