শ্রমিককল্যাণ ফান্ডের টাকার দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

০১ মে ২০২০, ০৯:৪৭ AM

© সংগৃহীত

দেশে করোনা কালীন দুর্যোগেও কাজে আসছে না পরিবহন শ্রমিকদের কাছ থেকে কল্যাণ ফান্ডের নামে নেওয়া কোটি কোটি টাকা। বছরের পর বছর শ্রমিককল্যাণ ফান্ডে চাঁদা দিয়ে আসলেও দুর্যোগকালে কোন কল্যাণে আসছে না সেই কল্যাণ ফান্ড। এমনই অভিযোগ পরিবহন শ্রমিকদের। বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) লালমনিরহাটে জেলা সদরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছেন তারা।

তারা অভিযোগ করে বলেন, শুধু শ্রমিকদের চাঁদার টাকায় নয় বুড়িমারী থেকে তিস্তা পর্যন্ত বিভিন্ন পরিবহন থেকে কল্যাণ ফান্ডের নামে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। অথচ সেই টাকার কোন হদিস নেই। পরিবহন শ্রমিকরা আজ কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে দিনাতিপাত করছে।

শ্রমিকরা বলেন, করোনা দুর্যোগের সময় আমরা ফান্ড থেকে সহায়তা চাই। আমরা কারো করুণা চাই না। এই টাকা গেলো কোথায়?

করোনা ভাইরাসের কারণে প্রায় ১ মাস থেকে জেলায় সকল ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় হাজারো বাস-ট্রাক পরিবহন শ্রমিক। তাদের অধিকাংশই সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে কোন খাদ্য সহায়তা পায়নি। যার কারণে শ্রমিকরা পড়েছেন আর্থিক সংকটে। পরিবার পরিজন নিয়ে তাদের অর্ধাহারে কাটাতে হচ্ছে দিন।

তাই খাদ্য সহায়তায় বঞ্চিত প্রায় ২ শতাধিক বাস-ট্রাক শ্রমিকরা মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেন। বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন, ড্রাইভার বাপ্পি, বকুল, রমজানসহ অন্যান্য শ্রমিকগণ।

তবে লালমনিরহাট বাস মিনিবাস, ট্রাক ও ট্যাঙ্ক লড়ি শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, শ্রমিক কল্যাণ ফান্ডর টাকা বিভিন্ন সময় শ্রমিকদের কল্যাণে শেষ হয়েছে। তারা দুস্থ শ্রমিকদের সাধ্যমতো খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন বলে জানান।

৮ ব্যাংকের ‘অফিসার’ নিয়োগ পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঘুষ নেওয়ার অভিযোগে ওসি-এসআইকে কান ধরে উঠবস করালেন জনতা
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা, না মানলে মনোনয়ন বাতিল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জবিতে বৃত্তির দাবিতে ভবনে তালা, রাতভর অবরুদ্ধ ভিসিসহ ৩০ কর্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফিলিপাইনে ৩৪২ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ১৫
  • ২৬ জানুয়ারি ২০২৬
চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলার রায় আজ
  • ২৬ জানুয়ারি ২০২৬