প্লাস্টিক পলিথিন নয়, পাটজাত দ্রব্য ব্যবহার করতে হবে

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৩ PM
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয় © টিডিসি ফটো

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, সৃষ্টি জগতে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার সবার। যে বৃক্ষ কার্বন ডাই-অক্সাইড শোষণ এবং অক্সিজেন বিতরণের অফুরন্ত আধার, সে বৃক্ষ বিনাশ করছি আমরা অবলীলায়। চীন-যুক্তরাষ্ট্রের দূষণের প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, ভোগবাদী জীবনের চাপে মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে।

আজ সোমবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ‘কার্বন কমাও: জীবন বাঁচাও’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্লাস্টিক পলিথিন বর্জন করতে হবে, পাটজাত দ্রব্য ব্যবহার করতে হবে। এছাড়া মোবাইল ফোনের অপব্যবহার বন্ধ করতে হবে, পরিমিত জীবনে ফিরে আসতে হবে।

‘কার্বন কমাও: জীবন বাঁচাও’ শীর্ষক বিজ্ঞান বক্তৃতা কেন্দ্রিক জলবায়ু সম্মেলনে সাভারের অ্যাসেড স্কুলের ১৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মধ্যে আসিফুল ইসলাম, নাফিউর রহমান এবং ফারজানা ইসলাম জলবায়ু রক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তৃতা প্রদান করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পরিকল্পনা উন্নয়ন ও একাডেমির পরিচালক ড. নুরুজ্জামান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬