এবার ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

১৭ আগস্ট ২০১৯, ০১:৫৫ PM

© সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছয় দিন চিকিৎসা শেষে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে দ্বাদশ শ্রেণির ছাত্র সুমন বশার রাজ (২২) নামের ওই শিক্ষার্থী মারা যান।

সুমনের বাড়ি মাগুরা জেলার চাঁদপুর গ্রামে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বুলু জানান, গত ১২ আগস্ট বিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমন এই হাসপাতালে ভর্তি হন। তিনি বলেন, ডেঙ্গু ইনফেকশনটা সুমনের ব্রেনে হ্যাটাক করে, এতে তার মৃত্যু হয়। 

নিহতের বাবা মিজানুর রহমান জানান, তার পরিবারের তিন ছেলের মধ্যে সুমন ছিল সবার বড়। গত ৭ আগস্ট সুমন বাবাকে জানান তাকে মশায় কামড় দিয়েছে। পরে মাগুরা হাসপাতালে রক্ত পরীক্ষা করলে সেখানে ডেঙ্গু ধরা পড়ে। পরে তাকে ১২ আগস্ট ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৩ জন রোগী ভর্তি হয়েছে। শনিবার পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে ৩৯৬ জন রোগী।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া ফরিদপুরের রোগী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও আটজন।

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬