মশার ঘুমের ওষুধ এনেছে সিটি করপোরেশন

০৮ আগস্ট ২০১৯, ০৬:৩৭ PM

© সংগৃহীত

ডেঙ্গু নিধনে সিটি করপোরেশন মশার ঘুমের ওষুধ এনেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর বেইলি রোডে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

লিফলেট বিতরণকালে রিজভী বলেন, তারা কোটি কোটি টাকা দিয়ে যে ওষুধ নিয়ে এসেছে। সেটা হচ্ছে– মশার ঘুমের ওষুধ। মশা কিছুক্ষণ ঘুমিয়ে থাকবে শান্তির মধ্যে। প্রকৃতপক্ষে মশা নির্মূল হবে, নিধন হবে– সেই ওষুধ আনা হয়নি। এখানেও লুটপাট হয়েছে। ডেঙ্গুর মহামারিতে সেটা প্রমাণিত। ডেঙ্গু-বন্যার মতো দুর্যোগ-দুর্বিপাক, মহামারিতে সরকার একেবারে উদাসীন। ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কোনো উদ্যোগ নেয়নি বরং মানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলা করছে।

ডেঙ্গু নিয়ে গণমাধ্যম আতঙ্ক ছড়াচ্ছে– সরকার প্রধানের এরকম বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, যারা ব্যর্থ হয় তাদের মিথ্যার আশ্রয় নিতে হয়। যারা জনকল্যাণের মধ্যে থাকে না তাদেরকে অসত্যের ওপর, মিথ্যার ওপর, বিভ্রান্তির ওপর নির্ভর করতে হয়। কারণ নিজেরাই হচ্ছে ভোটারবিহীন একটি সরকার। এই কারণে সংবাদমাধ্যমকে দোষরোপ করছে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে একটা সমন্বিত প্রচেষ্টার দরকার। কিন্তু সরকার নিজেরা কিছু না করলেও অন্যরা যখন বন্যা উপদ্রুত এলাকায় মানুষের জন্য ত্রাণ নিয়ে যেতে চায় তখন তাতেও বাধা দেওয়া হয়। তারা মনে করে– অন্যরা ত্রাণ দিলে তাদের এটাতে ক্ষতি হবে। বিরোধী দল আসলে তাদের গ্রহণযোগ্যতা থাকবে না। এই ভয় থেকেই তারা বাধা দেওয়ার কাজ করে।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের আয়োজনে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। বেইলি রোড়ে ফুটপাতের দুই পাশের বিপণী বিতান ও সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের সামনে বিভিন্ন শ্রেণির মানুষের কাছে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ের ওপর দলের লিফলেট বিতরণ করা হয়।

এ সময় জাসাসের বাবুল আহমেদ, আহসানউল্লাহ চৌধুরী, মীর সানাউল হক, শাহরিয়ার ইসলাম শায়লা, জাহাঙ্গীর আলম রিপন, জাহিদুল আলম হিটু, জাকির হোসেন রোকন, শিবা সানু, রমনা বিএনপির নাদিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫টি মোটরসাইকেল ও সিএনজি জব্দ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9