‘নাসিরকে বল দেওয়া জীবনের অন্যতম বড় ভুল’

০৯ জানুয়ারি ২০২৬, ০২:২২ AM
মোহাম্মদ মিঠুন

মোহাম্মদ মিঠুন © সংগৃহীত

সিলেট টাইটান্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় ১৯তম ওভারটি। মঈন আলী স্ট্রাইকে থাকলেও ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন বল দেন নাসির হোসেনের হাতে। আগের তিন ওভারে নাসির দিয়েছিলেন মাত্র ৭ রান, কিন্তু ওই ওভারে মঈন তাকে মারেন ২৮ রান। তাতেই সিলেটের সংগ্রহ পৌঁছে যায় ১৮০-তে। জবাবে ঢাকা থামে ১৬০ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিঠুন স্বীকার করেন, নাসিরকে ওই ওভার দেওয়া তার ক্যারিয়ারের অন্যতম বড় ভুল।

সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘এটা (নাসিরকে ১৯তম ওভারে আনা) আমার জীবনের অন্যতম বড় ভুল। এর আগে নাসির ৩ ওভারে ৭ রান দিয়েছে। মঈন ভাই উইকেটে আসে, আমি ভেবেছিলাম বল গ্রিপ করবে বা আমি ভেবেছিলাম নাসির মঈন ভাইকে আটকাতে পারবে। সফল হলে তো ভালো হত। একইসাথে অই সময় নাসিরকে বলে আনাটা ঠিক হয়নি। এটা আমার ভুল হয়েছে। যেহেতু আমার হাতে অপশন ছিল অন্য অপশন কাজে লাগাতে পারতাম।’ 

রান তাড়া করার মত ছিল কি না এমন প্রশ্নে মিঠুন বলেন, ‘আসলে যেভাবে শুরু হয়েছিল ১৮০ রান তাড়া করার মত অবস্থা ছিল। মাঝের ওভারে তারা অনেক ভালো বল করেছে। তারা উইকেটকে ভালোভাবে কাজে লাগিয়েছে প্ল্যান অনুযায়ী। আমরা মিডল ওভারে শিশির পড়লে যেভাবে বল ব্যাটে আসে, আজকে ১৫তম ওভারে মঈন আলী আসার পর বড় বড় টার্ন করছিল। রানটা একটু বেশি হয়ে গেছে, এই রান ১৮০ হওয়া উচিত ছিল না। অনেক হতাশাজনক।’

দলের পারফরম্যান্স নিয়ে এই অধিনায়ক বলেন, ‘একটা ম্যাচ বাদে বাকি সব ম্যাচই ফাইট করেছি। শেষে স্লগ ওভারে ছোট ছোট ভুল হয়ে যাচ্ছে। যেটা ১৪০ রানে আটকানোর কথা সেখানে ১৬০ রানে নিয়ে যাচ্ছি। ডেথ ওভার নিয়ে আমরা বোলারদের সাথে কথা বলছি। বোলারদেরকে সেখানে ক্লিয়ার মাইন্ড থাকতে, এক্সিকিউশন করাটা অনেক জরুরি। ছোট ছোট অনেক ভুল আমরা করছি যা না হলে আরও ভালো জায়গায় থাকতাম।’

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন মসজিদ নিয়ে বিতর্ক, যা …
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর টাকার খাম! মিডিয়া সেলের অস্বীকার, মুফতি উস…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘ভোটাধিকার হরণ ঠেকাতে কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৫ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট
  • ৩১ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির রাজনীতি নয়, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই…
  • ৩১ জানুয়ারি ২০২৬