যজ্ঞানুষ্ঠান ও প্রার্থনা সভা © টিডিসি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সনাতন শিক্ষার্থীদেন আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় যজ্ঞানুষ্ঠান ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক চঞ্চল কুমার দাসের পৃষ্ঠপোষকতায় কেন্দ্রীয় মন্দিরে এই যজ্ঞানুষ্ঠান ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় যজ্ঞানুষ্ঠান পরবর্তী প্রার্থনা সভা করেন উপস্থিত ছাত্রদলের নেতাকর্মী ও সনাতন শিক্ষার্থীরা।
এসময় সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি কনক দাস বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরলোকগমনে আমরা বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তিনি বিভিন্ন সময় এদেশের নির্যাতিত সংখ্যালঘুদের পাশে এসে দাড়িয়েছেন। আমরা তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
চঞ্চল কুমার দাস বলেন, জাতীয় ঐক্যের প্রতীক, আপোষহীন সংগ্রামের প্রতিচ্ছবি দেশমাতা বেগম খালেদা জিয়া। এই দেশ ও দেশের মানুষের জন্য তিনি আজীবন শুধু দিয়েই গেছেন এবং সেই কারণেই তিনি পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা ও সম্মান।
আজকের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের এই অংশগ্রহণ তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
আজকের এই যজ্ঞানুষ্ঠান ও প্রার্থনাসভার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা জানাই– ঈশ্বর যেন দেশমাতা বেগম খালেদা জিয়াকে স্বর্গবাসী করেন এবং তার আত্মাকে চিরশান্তি দান করেন।