রিয়াজুল ইসলাম © সংগৃহীত
‘নিঃসন্দেহে এটি কোনো পদ নয়, এটি একটি আমানত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্নের আমানত'এবং আপনাদের এই বিশ্বাস আমার কাছে শক্তি, অনুপ্রেরণা এবং একই সাথে দায়বদ্ধতা বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম।
জকসুতে নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার তার নিজ ফেসবুক ওয়ালে আল্লাহর প্রতি শুকরিয়া ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই মন্তব্য করেন তিনি।
তিনি লেখেন, আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার সকল সিনিয়র ভাই-বোনদের, ব্যাচমেট বন্ধুদের এবং জুনিয়র ভাই-বোনদের প্রতি যারা আমার উপর আস্থা রেখে আমাকে এই দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছেন। আপনাদের এই বিশ্বাস আমার কাছে শক্তি, অনুপ্রেরণা এবং একই সাথে দায়বদ্ধতা। অশেষ কৃতজ্ঞতা জানাই সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ভাই-বোনদের প্রতি যাদের অক্লান্ত শ্রম, পেশাদারিত্ব ও সততায় আমরা একটি নিরাপদ, স্বচ্ছ এবং সুন্দর নির্বাচনী পরিবেশ পেয়েছি। আপনাদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও লেখেন, এই দায়িত্ব আমাদের কাছে আমানত। আসুন, আমরা সবাই মিলে এই আমানত রক্ষা করি। শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করার তাওফিক দানের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আমি আপনাদের প্রতিনিধি হলেও, মূল পরিচয়ে আমি আপনাদেরই একজন। কারো জুনিয়র, কারো সিনিয়র, কারো ব্যাচমেট। এই সম্পর্কই আমার সবচেয়ে বড় পরিচয়। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ভুলত্রুটি হলে, নিঃসংকোচে গঠনমূলক সমালোচনা কামনা করি, যাতে আমরা দ্রুত নিজেদের সংশোধন করতে পারি এবং আরও ভালোভাবে শিক্ষার্থীদের সেবা দিতে পারি।
উল্লেখ্য মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত জকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে ৫,৫৫৮ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন রিয়াজুল ইসলাম। অন্যদিকে, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব প্রাপ্ত ৪,৬৮৮ ভোট।