সরকারের লোগো © সংগৃহীত
দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় মেটাতে এককালীন আর্থিক অনুদান দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা এ সহায়তা পাবেন।
২০২৫–২৬ অর্থবছরের জানুয়ারি–ফেব্রুয়ারি প্রান্তের জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
ট্রাস্ট সূত্রে জানা গেছে, আবেদন করতে হবে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট (https://www.eservice.pmeat.gov.bd/medical) ব্যবহার করে। বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর বা এর আগের এক বছরের মধ্যে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা গ্রহণ করলে শিক্ষার্থী আবেদনযোগ্য হবেন। একজন শিক্ষার্থী চিকিৎসা মেয়াদে একবারই এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের সময় দুর্ঘটনা ও আহত অবস্থার প্রমাণ হিসেবে জেলা সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের চিকিৎসক কিংবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নপত্র, চিকিৎসা সনদ, হাসপাতালের ছাড়পত্র ও প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি ট্রাস্ট নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন, শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর এবং সচল অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপলোড করা বাধ্যতামূলক।
অনুদানের অর্থ শিক্ষার্থীর নিজের বা পিতা-মাতার সচল অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। বিশেষ ক্ষেত্রে অভিভাবকের অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে ভুল বা অসম্পূর্ণ অ্যাকাউন্ট তথ্য দিলে অর্থ প্রেরণে জটিলতা সৃষ্টি হতে পারে এবং তা পুনরায় পাঠানো নাও হতে পারে বলে সতর্ক করেছে ট্রাস্ট।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ডকপি পাঠানোর প্রয়োজন নেই। অনলাইন সিস্টেমে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নাম না পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে।
আবেদনসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ের মধ্যে ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ (হোয়াটসঅ্যাপ) ও ০১৭৭৮৯৬৪১৫৬ নম্বরে যোগাযোগ করা যাবে।