টেকনাফে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
- মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি
- প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৩:০৩ AM
কক্সবাজার-৪ (উখিয়া- টেকনাফ) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় কক্সবাজার জেলা বিএনপির অর্থ মুহাম্মদ আব্দুল্লাহর কর্মী-সমর্থকরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন। রবিবার রাত ৭টার দিকে টেকনাফ শাপলা চত্বর এবং ঝর্না চত্বর মহাসড়কে বিক্ষোভ করেন তারা। এ সময় দলের প্রার্থী শাহজাহান চৌধুরীর মনোনয়ন বাতিল করার আহ্বান জানান তারা।
মশাল মিছিলে বিক্ষোভকারীরা বিএনপি থেকে মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর মনোনয়ন বাতিল করে মুহাম্মদ আব্দুল্লাহকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান। তারা শাহজাহান চৌধুরীকে ‘ আওয়ামী আঁতাত কারী ’ আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন।
এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ‘দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে বিএনপির জন্য কাজ করা পরীক্ষিত নেতা মুহাম্মদ আব্দুল্লাহকে বঞ্চিত করে আওয়ামী লীগের সঙ্গে যার দীর্ঘদিন সম্পর্ক ছিল ও তার থেকে একটি রাজনৈতিক মামলা নেই এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। কোন্ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়নি, বিএনপি সমর্থক ও কর্মীদের দুর্দিনে তাকে আমরা পাশে পাইনি। আমরা চাই তারুণ্য ও যে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এমন প্রার্থী। এমন বৃদ্ধ ও আওয়ামী লীগের সেল্টারদাতা কিভাবে মনোনয়ন পেয়ে গেছেন, এতে আমরা হতাশ হয়েছি।’
টেকনাফ পৌর যুবদলের নেতা মুহাম্মদ আমিন বলেন, কক্সবাজার-৪ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহকে মনোনয়ন দিতে হবে। উখিয়া - টেকনাফ জনগণের কাছে আবদুল্লাহর গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক ভিত্তি অনেক মজবুত।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিমের অভিযোগ করেন, শাহাজাহান চৌধুরীকে তৃণমূলের মতামতের বিরুদ্ধে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে আবদুল্লাহকে মনোনয়ন দিতে হবে। উখিয়া - টেকনাফের জনগণ আজ ক্ষুব্ধ তার কারণ হচ্ছে, এ বিএনপির রাজনীতির কারণে আবদুল্লাহর নিষ্পাপ শিশু আলী উল্লাহকে হারিয়েছেন। তিনি অর্ধশতাধিক মামলা খাওয়ার পর ও তিনি আমাদেরকে ছেড়ে যায়নি। আওয়ামী লীগের আমলে বিএনপির প্রতিটি কর্মসূচি পালন করেছে। দীর্ঘদিন দলের জন্য এতো ত্যাগ স্বীকার করার পর ও তাকে মনোনয়ন দেওয়া হয়নি তাই আমরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছি।
মিশিলে অংশগ্রহণকারী এক বৃদ্ধা আবুল কাশেম বলেন, উখিয়া - টেকনাফে আসনের সবচেয়ে ত্যাগী নেতা জনদরদী আবদুল্লাহ। তাই এই আসনে তাকে প্রার্থী করতে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
বিক্ষোভ ও মশাল মিছিলে অংশ নেন, উপজেলা বিএনপির নেতাকর্মী সহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের শত শত সমর্থন অংশ নেন।