শার্শায় পানিবন্দি হাজারো পরিবার, খাদ্য সংকটে জনজীবন বিপর্যস্ত

২৯ আগস্ট ২০২৫, ০৭:০৬ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৯:৫২ PM
শার্শা উপজেলায় হাজারো পরিবার দেড় মাসের বেশি সময় ধরে পানিবন্দি

শার্শা উপজেলায় হাজারো পরিবার দেড় মাসের বেশি সময় ধরে পানিবন্দি © টিডিসি

যশোরের শার্শা উপজেলায় টানা বর্ষণ ও ভারতের ইছামতী নদীর উজানের ঢলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নের হাজারো পরিবার দেড় মাসের বেশি সময় ধরে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, খামার ও ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে মারাত্মক খাদ্য সংকট। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া অনেক পরিবার অপ্রতুল ত্রাণসামগ্রীতে মানবেতর জীবনযাপন করছে। শিক্ষা, কৃষি ও জীবিকার ধ্বংসযজ্ঞে শার্শার মানুষ এখন এক কঠিন মানবিক সংকটে দিন কাটাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সরেজমিনে বাগআঁচড়া, গোগা, কায়বা, পুটখালী ও উলাশী ইউনিয়নে দেখা যায়, গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে গেছে। বসতবাড়ি, স্কুল, পাকা রাস্তা, মাছের ঘের, হাঁস-মুরগি ও গবাদিপশুর খামার পানিতে ডুবে আছে। ইছামতী নদীর পানি প্রতিদিনই বাংলাদেশ সীমান্তে ঢুকে প্লাবিত এলাকার মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করছে।

শার্শার প্রত্যন্ত এলাকার প্রায় সব কটি প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি মাধ্যমিক স্কুল-কলেজ পানিতে ডুবে আছে। এতে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা বুকসমান পানি পেরিয়ে অনেক কষ্টে স্কুলে যাতায়াত করছে। আবার অনেক প্রতিষ্ঠানে সম্পূর্ণ ক্লাস বন্ধ হয়ে গেছে। অভিভাবকরা বলছেন, “শিশুদের জীবন এখন ঝুঁকির মধ্যে। শিক্ষা বন্ধ হয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্মও ক্ষতিগ্রস্ত হবে।

উপজেলা প্রশাসন প্লাবিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। অনেক পরিবার সেখানে আশ্রয় নিলেও রান্না করা খিচুড়ি ও শুকনা খাবার পর্যাপ্ত নয় বলে অভিযোগ স্থানীয়দের। তারা বলছেন, ‘আমরা শুধু ত্রাণ চাই না, স্থায়ী সমাধান চাই। যাতে প্রতিবছর ভারতের উজানের পানি আমাদের গ্রামে ঢুকে জীবনে বিপর্যয় না ঘটায়।’

আরও পড়ুন: মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেই কি ফ্যাসিস্টদের দোসর, প্রশ্ন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিনের

ইউনিয়ন পরিষদগুলোর হিসাব অনুযায়ী, বাগআঁচড়া ইউনিয়নে প্রায় ৫০০ পরিবার, উলাশী ইউনিয়নে ২৫০ পরিবার, গোগা ইউনিয়নে ১ হাজার ৩০০ পরিবার, কায়বা ইউনিয়নে ৮০০ পরিবার এবং পুটখালী ইউনিয়নে ৩০০ পরিবার পানিবন্দি হয়ে আছে।

এ ছাড়া স্থানীয় বাজারের দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আউশ ও আমন ধানসহ শাকসবজির আবাদও নষ্ট হয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, বন্যায় প্রায় ৪০০ হেক্টর আউশ ধান ও গ্রীষ্মকালীন শাকসবজি পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া ৬০০ হেক্টর জমি পানির নিচে থাকায় রোপা আমন চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। পানি আরও বাড়লে ক্ষতির পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়বে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান বলেন, আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্যা দুর্গতদের সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে। প্রয়োজনে নতুন উদ্যোগ নেওয়া হবে।

একদিকে ত্রাণ সংকট, অন্যদিকে শিক্ষা, কৃষি ও জীবিকার ধ্বংসযজ্ঞে শার্শার হাজারো পরিবার চরম মানবিক সংকটে পড়েছে। স্থানীয়দের দাবি,  প্রতিবছর এমন দুর্ভোগ এড়াতে ভারত থেকে ইছামতী নদীর উজানের পানির প্রবাহ ঠেকাতে স্থায়ী সমাধান নিশ্চিত করা জরুরি।

এনএসইউতে স্প্রিং সেমিস্টার-২০২৬ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৭ জানুয়ারি ২০২৬
মতলব উত্তরে জুয়ার জমজমাট আসন, বাড়ছে চুরি-ছিনতাই-ডাকাতি
  • ১৭ জানুয়ারি ২০২৬
গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করছে
  • ১৭ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী
  • ১৭ জানুয়ারি ২০২৬
এআইইউবি পরিদর্শন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9