টানা বৃষ্টিতে অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা

১৫ জুলাই ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
সরখোলা গ্রামে পানিবন্দী বিউটি খাতুন বাঁশের সাঁকো দিয়ে তার বাড়িতে যাতায়াত করেন 

সরখোলা গ্রামে পানিবন্দী বিউটি খাতুন বাঁশের সাঁকো দিয়ে তার বাড়িতে যাতায়াত করেন  © টিডিসি

টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে ভবদহ এলাকায় আবারও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টি আর উজানের ঢলে পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। তলিয়ে গেছে সবজি ও ধানক্ষেত। ভেসে গেছে মাছের ঘের। এতে কৃষক ও মৎস্যচাষিরা হচ্ছেন ক্ষতির সম্মুখীন।

ভবদহ অঞ্চলের টেকা নদীসহ কয়েকটি খাল ও বিলে অবৈধ নেটা-পাটা ও চায়না জাল বসিয়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার বর্ষ মৌসুমের শুরুতেই উপজেলার প্রেমবাগ, সুন্দলী, চলিশিয়া, পায়রা ইউনিয়নসহ নওয়াপাড়া পৌর এলাকার কয়েকটি ওয়ার্ডে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

স্থানীয়রা জানান, ভবদহ অঞ্চলের অন্তর্ভুক্ত অভয়নগরের পায়রা, চলিশিয়া, সুন্দলী ও প্রেমমবাগ ইউনিয়নের নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। এ ছাড়া নওয়াপাড়া পৌরসভার ৫ ও ৮ নম্বর ওয়ার্ডে পানিবন্দী হয়ে পড়েছে বেশ কিছু পরিবার। পানিনিষ্কাশনের খাল ও নদীতে স্থানীয় প্রভাবশালীরা অবৈধ নেট-পাটা ও কারেন্ট জাল বসিয়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করেছে। রয়েছে প্রচুর পরিমাণে কচুরিপানা। মৎস্য ঘেরমালিকরা বালুর বস্তা ফেলে মাছ আটকে রাখার চেষ্টা করছেন।

অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের বিউটি বেগম বলেন, রাস্তা থেকে বাড়ি পর্যন্ত যেতে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে। এক সপ্তাহ ধরে পানিবন্দী হয়েও সরকারি কোনো সহযোগিতা মেলেনি।

ডুমুরতলা গ্রামের নবনিতা রানী বিশ্বাস বলেন, ‘আমাদের এ জলাবদ্ধতার স্থায়ী সমাধন হবে কি? জন্মের পর থেকে ভবদহের একই চিত্র দেখে আসছি। সরকার আসে সরকার যায়, কিন্তু ভবদহের জলাবদ্ধতা সমস্যার সমাধান হয় না।’

কোটা গ্রামের মৎস্য ঘেরমালিক কামরুজ্জামান তরফদার বলেন, ৩০০ বিঘা জমিতে পাশাপাশি দুটি মাছের ঘের ভেসে গেছে। ঘেরে অর্ধকোটি টাকার মাছ ছিল। ক্ষতি পরিমাণ পরে বলা সম্ভব হবে। 
 
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, টানা বৃষ্টিতে উপজেলার ১২৯ হেক্টর আবাদি জমি জলাবদ্ধতার শিকার হয়েছে। যার মধ্যে ২৫ হেক্টর আউশ ও ৪৫ হেক্টর আমন ধান, ৫৮ হেক্টর সবজি ও ১ হেক্টর জমির মরিচ রয়েছে। দ্রুত পানিনিষ্কাশনের ব্যবস্থা করা না হলে উপজেলাব্যাপী ভয়াবহ জলাবদ্ধতায় কৃষি ও কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক জানান, সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে উপজেলার পায়রা, চলিশিয়া, শ্রীধরপুর, সিদ্ধিপাশা ও প্রেমবাগ ইউনিয়নে ২৮৪টি মাছের ঘের (২২৫ হেক্টর) ভেসে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুশফিকুর রহমান জানান, সম্প্রতি টানা বৃষ্টিতে ভবদহ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জলাবদ্ধতার বিষয় জানানো হয়েছে। নির্দেশনা পেলে ত্রাণসহায়তা দেওয়া হবে।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। তবে ভবদহের জলাবদ্ধ এলাকায় পানিবন্দী পরিবারের মধ্যে ত্রাণসহায়তা দেওয়ার প্রস্তুতি চলছে। যেসব নদী, খাল ও বিলে অবৈধভাবে নেট-পাটা ও জাল ফেলে পানিপ্রবাহে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমডাঙ্গা খাল সংস্কারে পানি উন্নয়ন বোর্ড কাজ করেছে।’

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9