কেশবপুরে টানা বর্ষণে ডুবলো ১২ শিক্ষা প্রতিষ্ঠান, পানিবন্দি ১০ হাজার মানুষ

১৮ জুলাই ২০২৫, ০৯:০৫ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০১:১৮ PM
জলাবদ্ধতায় দুর্ভোগে স্থানীরা ।

জলাবদ্ধতায় দুর্ভোগে স্থানীরা । © টিডিসি

যশোরের কেশবপুরে টানা বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌরসভাসহ আশপাশের কয়েকটি অঞ্চল প্লাবিত হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জলাবদ্ধতার কারণে উপজেলার অন্তত ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে গেছে। বন্ধ রয়েছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। বৃষ্টির পানি ও নদ-নদীর প্রবল স্রোতের ফলে প্রায় ১০ হাজার মানুষ এখন পানিবন্দি অবস্থায় রয়েছেন।

জানা গেছে, গত দুই সপ্তাহে ভারী বর্ষণের ফলে হরিহর নদী ও বুড়িভদ্রা নদীর পানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। নদী দুইটিতে কচুরিপানা ভরাট হয়ে থাকায় নদীতে কোনো স্রোত নেই। বরং উজানের পানির চাপে পৌর শহরে উল্লেখযোগ্য অঞ্চল প্লাবিত হয়ে গেছে। 

বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখা গেছে,  শহরে বন্যার পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কেশবপুর পৌর শহরের আলতাপোলসহ গমপট্টী, উপজেলা ভূমি অফিস, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ও কেশবপুর মহিলা ফাজিল আলিয়া মাদ্রাসা বন্যায় প্লাবিত। প্লাবিত এলাকার মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এলাকার বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। হরিহর নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌর শহরে গমপট্টি, হাজি মকসেদ বিশ্বাস সড়ক,ধোপাপাড়া সড়ক, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সড়ক, চারআনি বাজার, কাঁচা তরকারির পাইকারি বাজার, তরিতরকারি খুচরা বাজার, মাছ-মাংসের বাজার, গরুছাগলের হাট সম্পুর্ণ প্লাবিত হয়ে গেছে। 

এই অঞ্চলের হাটবাজার দোকান ঘর পানিতে তলিয়ে যাওয়ায় সম্পদ ও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। দোকানের মালিকরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে গিয়ে উঠেছে। উজানের পানির চাপে নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌর সভার ১ নম্বর কেশবপুর ওয়ার্ড, ৭ নম্বর মধ্যকুল, ৬ নম্বর হাবাসপোল ওয়ার্ড সম্পূর্ণ প্লাবিত হয়ে গেছে।

কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলায় বর্মন  বলেন, বৃষ্টির পানিতে বিদ্যালয়টি প্লাবিত হয়ে শ্রেণীকক্ষে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। তাদের শ্রেণীকক্ষে প্রবেশ করারও সুযোগ নেই। গতবছরও বন্যায় স্কুলটি তলিয়ে গিয়েছিল। প্রায় চার মাস ক্লাস বন্ধ ছিল। বিদ্যালয়টি নতুন করে উচু ভবন নির্মাণ করা খুব জরুরি হয়ে উঠেছে।

কেশবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রেখসোনা খাতুন বলেন, পৌর শহরে বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে গেছে। কাঁচা তরকারির বাজার ডুবে গেছে। পৌরবাসী চরম দুর্ভোগে পড়েছে। পৌরবাসীর অসুবিধার কথা বিবেচনা করে কাঁচা তরকারির পাইকারি ও খুচরা বাজারকে  কেশবপুর-চুকনগর সড়কের মাইকেল গেটে স্থানান্তর করা হয়েছে। গরুছাগলের হাট বসানো হয়েছে সরকারি ডিগ্রি কলেজের পাশে সাগরদাঁড়ি সড়কে। পৌর এলাকাসহ অনেক অঞ্চল ডুবে গেছে। বারোটির বেশি শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে। ছেলে মেয়েদের স্কুলে যাওয়া  বন্ধ। ১০ হাজারেরও বেশি মানুষ পানি বন্দী। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সমাধানের ব্যাপারে কাজ চলছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বৃষ্টির পানিতে প্রায় ১২ শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়ে গেছে। শ্রেণীকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। তবে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজর শ্রেণী কক্ষ প্লাবিত হওয়ায় কলেজের অডিটোরিয়ামে পাঠদান অব্যহত আছে। উপজেলার মহিলা ফাজিল আলিয়া মাদ্রাসা,পরচাক্রা মাধ্যমিক বিদ্যালয়, বাউশলা দাখিল মাদ্রাসা, বাউশলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়, সাতাইসকাটি মাধ্যমিক বিদ্যালয়, বগা মহাদেবপুর রেজাকাটি মাধ্যমিক বিদ্যালয়, কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়,পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয় বৃষ্টির পানিতে ডুবে গেছে। 

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়া, আবেদন স্নাতক-স্না…
  • ১৫ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল কবে?
  • ১৫ জানুয়ারি ২০২৬
নবম পে-স্কেলের গ্রেড ইস্যু চূড়ান্ত করল কমিশন
  • ১৫ জানুয়ারি ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন শেষ ২০ জান…
  • ১৫ জানুয়ারি ২০২৬
ফরিদপুর-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন আরিফুর রহমান দোলন
  • ১৫ জানুয়ারি ২০২৬
চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ, চালকসহ আটক ৩
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9