ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি পলাশ, সম্পাদক পলি

সভাপতি মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি
সভাপতি মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি   © সংগৃহীত

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘ঝিনাইদহ সাংবাদিক ফোরাম, ঢাকা’–এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ সভাপতি ও দেশ রুপান্তরের জ্যেষ্ঠ সহসম্পাদক শাহনাজ বেগম পলি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

দুই বছর মেয়াদি কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন দৈনিক কালবেলার মো. কবির হোসেন, যুগ্ম সম্পাদক ফিনান্সিয়াল এক্সপ্রেসের মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক কালবেলার শাহনেওয়াজ খান সুমন, কোষাধ্যক্ষ দেশ রূপান্তরের মো. মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক এখন টিভির মো. রুবেল পারভেজ, নারী সম্পাদক খবরের কাগজের ফারহানা তাহের তিথি এবং কার্যনির্বাহী সদস্য হয়েছেন বাংলাদেশ মনিটরের জাহিদ হোসেন বিপ্লব।

প্রথম কার্যনির্বাহী সভায় অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হয়েছেন দৈনিক সংগ্রামের আশরাফুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক কালের কণ্ঠের মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সকাল সন্ধ্যার বদিউজামান মিলন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সমকালের মামুন সোহাগ। নির্বাহী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন এটিএন নিউজের রাকেশ সিংহ, সমকালের তৌহিদুর রহমান, মাছরাঙা টেলিভিশনের নাজমুল হোসেন ও রাইজিংবিডির ই এম সৌরভ।

২০১৪ সালে যাত্রা শুরু করা এই সংগঠনটি পারস্পরিক সম্পর্ক জোরদার, পেশাগত উৎকর্ষ বৃদ্ধি এবং ঝিনাইদহের মানুষের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence