অনলাইনে অপপ্রচার নিয়ে মুখ খুললেন সাংবাদিক মাসুদ কামাল

১১ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৪:৫৮ PM
মাসুদ কামাল

মাসুদ কামাল © সংগৃহীত

জ্যেষ্ঠ সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাসুদ কামাল বলেছেন, ‘খুব একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছি। ফেসবুক-ইউটিউবে আমার নামে বেশ কিছু পোস্ট ও ভিডিও ছড়িয়ে পড়েছে। আমি নাকি গ্রেফতার আতঙ্কে ভুগছি, আমাকে গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে, দেশ ছেড়ে পালাচ্ছি, জীবননাশের হুমকি দেওয়া হয়েছে —এরকম অনেক কিছু।’

আজ সোমবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্ট এসব কথা বলেন তিনি। 

সাংবাদিক মাসুদ কামাল বলেন, ‘আসলে এসবই ভূয়া। যে ভিডিওটি ছাড়া হয়েছে, শুনতে অনেকটা আমার কণ্ঠের মতোই মনে হয়, সেটাও এআই দিয়ে তৈরি। আমি ওরকম কিছু বলিনি। এধরনের কোনও ফেসবুক পোস্টও আমি দিইনি। যারা এই কাজ করেছেন, তারা অনৈতিক কাজ করেছেন। আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন, আমার ক্ষতি করার চেষ্টা করেছেন।’

তিনি বলেন, ‘আমি যদি কিছু বলি, সাহায্য প্রার্থনা করি, সেসব তো আমি আমার ফেসবুকে বা ইউটিউব চ্যানেলেই করব। অন্যদের চ্যানেল বা পেজে কেন করব? ফেসবুকে আমার Masood Kamal নামে একটা অ্যাকাউন্ট ও Kotha নামে একটা পেজ, এবং ইউটিউবে Kotha  ও Onno Moncho নামে দুটি চ্যানেল আছে। এর বাইরে অন্য কোনও চ্যানেল বা পেজে এরকম কিছু দেখলে সেটাকে ইগনোর করবেন, প্লিজ। আর একটা কথা, আমার জানা মতে আমার নামে কোনোই মামলা নেই।’

তিনি আরও বলেন, ‘আমার চরম প্রতিপক্ষও কোনও দুর্নীতির সঙ্গে আমার সংশ্লিষ্টতার কথা বলতে পারবেন না। তাহলে আমার মধ্যে গ্রেফতার আতঙ্ক থাকবে কেন? তারপরও অতীতে আমরা দেখেছি, নিজেদের অপকর্মের জন্য হুমকি মনে করলে সরকার অনেক সময় বিনাকারণেই গ্রেফতার বা হেনস্তা করতে পারে। সেরকম কিছু হলে অবশ্যই আমি আমার চ্যানেলে মাধ্যমেই আপনাদেরকে অবহিত করব।

এই সময়ে যারা আমার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে সকলকে বলছি—আমি ঠিক আছি। আগের মতোই সক্রিয় আছি। আমার জন্য দোয়া করবেন।’

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9